বাজার খুলতেই ৫ শতাংশ চড়ল স্টেট ব্যাঙ্কের শেয়ারের দাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jun 2020 01:50 PM (IST)
এই শেয়ারের ৫২ সপ্তাহে সর্বাধিক দাম ৩৭৩.৮ টাকা ও সর্বনিম্ন দাম ১৫০.২ টাকা।
নয়াদিল্লি: আজ সকালে বাজার খোলার পর স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ারের দাম ৪.৬৫ শতাংশ বাড়ল। হাতবদল হয়েছে ৬৭৩৩৬১টি শেয়ার। বাজার খোলার সময় এসবিআইয়ের শেয়ারের দাম ছিল ১৬৪ টাকা, তা বেড়ে হয় ৬৮.৩৫ টাকা, আবার এক সময় কমে ১৬৩.৪৫ টাকা হয়। এই শেয়ারের ৫২ সপ্তাহে সর্বাধিক দাম ৩৭৩.৮ টাকা ও সর্বনিম্ন দাম ১৫০.২ টাকা। একইভাবে এইচডিএফসি লিমিটেডের শেয়ারেরও দাম বেড়েছে। বাজার খোলার পর দাম চড়েছে ৪.০৬ শতাংশ, ৩৯,৯২১টি শেয়ার কেনাবেচা হয়েছে।