মুম্বই: দীর্ঘ তিন বছর পর বলিউডে কামব্যাক ঘটেছে সুপারস্টার সঞ্জয় দত্ত। ‘ভূমি’ সিনেমার মাধ্যমে। সঞ্জয় বলছেন, হাল না ছাড়ার মানসিকতাই তাঁকে জীবনের পথে এগিয়ে চলতে সাহায্য করেছে। কম ঝড়ঝাপটা যায়নি তাঁর জীবনে। নিজের ভুলের মাশুলও গুণতে হয়েছে। ১৯৯৩-র মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ ঘটনায় জড়িত গ্যাংস্টারদের কাছ থেকে পাওয়া অস্ত্র রাখার দায়ে চার বছরের কারাদণ্ড হয় তাঁর। সাজার মেয়াদের পর ফের ফিরে এসেছেন রুপোলি পর্দায়।
সঞ্জয় চাইছেন, তিনি যে ভুল করেছেন, তা থেকে যেন শিক্ষা নেয় তাঁর সন্তানরা। তিনি বলেছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তার দুই যমজ সন্তান ইকরা ও শাহরানের পড় হয়ে ওঠার জন্য। একটু বড় হলেই নিজের জীবনের ভুলের কথা সন্তানদের বলবেন সঞ্জয়।
তাঁর সেই ভুলের কাহিনী শুনে সন্তানদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেবে, সে বিষয়ে তাঁর কোনও উদ্বেগ রয়েছে কিনা, এই প্রশ্নের উত্তরে সঞ্জয় বলেছেন, সত্যি কথা বলতে কী, আমি মোটেই ভয় পাই না যে সব কথা শুনে আমার ছেলেমেয়েরা আমাকে ঘৃণা করতে শুরু করবে।
সঞ্জয় বলেছেন, যেটা সত্যি, তা ওদের জানতে হবে। সবচেয়ে ভালো হয়, অন্য কারুর পরিবর্তে আমার মুখ থেকেই শোনে।
সঞ্জয়ের ধারনা, জীবনে তাঁর ভুলের কথা জানার পর শিক্ষা নেবে তাঁর ছেলে-মেয়েরা।
সঞ্জয় বলেছেন, এখন তিনি ছেলেমেয়েদের সঙ্গে অনেক বেশি সময় কাটান। যখন তিনি জেলে ছিলেন তখন ওরা খুব ছোট ছিল। এটা একদিক থেকে ভালোই হয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
তাঁর জীবনের ভুল থেকে শিখুক সন্তানরা, চান সঞ্জয় দত্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Sep 2017 03:58 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -