জানতে চান, কীভাবে ঘুমোন ক্যাটরিনা কাইফ? দেখুন সিদ্ধার্থ মালহোত্রর তোলা এই ভিডিও!
ABP Ananda, web desk | 03 Sep 2016 04:02 AM (IST)
মুম্বই: ‘বার বার দেখো’-র প্রমোশনে ব্যস্ত ক্যাটরিনা কাইফ আর সিদ্ধার্থ মালহোত্র। এ জন্য শহরে শহরে সফর করছেন তাঁরা। ফ্যানদের সঙ্গে কথা বলছেন, ফ্ল্যাশ মবের সঙ্গে পা মেলাচ্ছেন ‘কালা চশমা’-র সুরে, আরও কত কী! তবে সিদ্ধার্থ তাঁর মোবাইলে যে ছবি তুলেছেন, তাতে অস্বস্তিতে পড়তে পারেন ক্যাটরিনা। ছবিতে ক্যাটরিনা ঘুমোচ্ছেন। অবাক কাণ্ড, এভাবেও ঘুমোনো যায়!!