সেই আশঙ্কা থেকে এবার ছোটপর্দার অভিনেত্রী, করণবীর ভোহরার স্ত্রী টিজে.সিধু ইন্সটাগ্রামে একটি পোস্ট লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁর একটা স্পষ্ট প্রশ্ন মোদিজীকে, ভারতে তাঁর বাচ্চা মেয়েরা কি আদও নিরাপদ? শুধু তাঁর সন্তানরাই নয়, কারও বাচ্চাই নিরাপদ কিনা, সেকথাও জানতে চেয়েছেন তিনি।
অভিনেত্রী স্পষ্ট বলেছেন, বিচারের আশ্বাস নয়, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত ধর্ষণে অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ জোগাড় করে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক।
টিজে.সিধু তাঁর বক্তব্য আরও বলেন, সম্প্রতি দেশের আমজনতা হিন্দুস্তান সম্পর্কে ক্ষোভ উগড়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিরক্তি, লজ্জা প্রকাশ করছে। অথচ, নিজেকে ভারতীয় হিসেবে ভাবতে একজনের গর্ববোধ হওয়া উচিত। কাঠুয়ায় যেভাবে বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তাতে শুধু বিচারের আশ্বাস দিলেই হবে না। পদক্ষেপ জরুরি। যদি ভারতের কর বা অর্থনৈতিক ক্ষেত্রে এত শীঘ্র পরিবর্তন আনা সম্ভব, তাহলে বিচার ব্যবস্থায় নয় কেন? শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা মোমবাতি মিছিল এর সমাধান নয়। সময় এসেছে পদক্ষেপ নেওয়ার...