মুম্বই: আজ জন্মদিন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput)। বলিউডের প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ছোট পর্দা থেকে উঠে আসা সুশান্ত সিংহ বড় পর্দায় কাজ শুরুর পর থেকেই ক্রমশ জনপ্রিয়তার শীর্ষে উঠতে শুরু করেন। ছোট পর্দায় তাঁর কেরিয়ারের অন্যতম কাজ ছিল 'পবিত্র রিস্তা' ধারাবাহিক। এই ধারাবাহিকে অভিনেতার অভিনীত চরিত্র মানব যেন প্রতিটা বাড়ির ছেলে হয়ে উঠেছিল। বড় পর্দায় পা দিয়ে একের পর এক হিট ছবির উপহার দিয়েছিলেন দর্শককে। কিন্তু মাত্র ৩৪ বছরের পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান তিনি। সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যু আজও মেনে নিতে পারেননি দর্শক থেকে অনুরাগীরা। 


জীবন উপভোগ করার পাশাপাশি জীবনে অনেক কিছু করতে চেয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput Birthday)। তাঁর মৃত্যুর পর তাঁর বাড়ি থেকে যে ডায়রি পাওয়া যায়, সেখানে নিজের হাতে পেন দিয়ে লিখে গিয়েছিলেন সে সব স্বপ্নের কথা। মহাকাশ, সৌরজগত নিয়ে তাঁর যেমন খুবই আগ্রহ ছিল, তেমনই কোথাও তিনি লিখে গিয়েছেন তিনি বিমান চালানো শিখতে চেয়েছিলেন। আবার কোথাও লিখেছেন বিনামূল্যে পড়াশোনার জন্য কাজ করতে চেয়েছিলেন। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বিষাদ দুবে জানিয়েছেন যে, হলিউডে কেরিয়ার তৈরি করার স্বপ্ন ছিল সুশান্তের। তার সঙ্গে স্বপ্নের বাড়ি তৈরিরও পরিকল্পনা ছিল অভিনেতার।


আরও পড়ুন - Sushant Singh Rajput Birthday: বেঁচে থাকলে যে স্বপ্নগুলো পূরণের ইচ্ছা ছিল সুশান্ত সিংহ রাজপুতের


এক সাক্ষাৎকারে সুশান্ত সিংহ রাজপুতের বন্ধু বিষাদ দুবে জানান, 'কেদারনাথ' ছবির সময় থেকেই হলিউডে কেরিয়ার তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন সুশান্ত। দুটো সপ্তাহ বিশেষ কিছু ফোনও ধরেছিলেন। বিষাদ বলেন, 'সুশান্ত বলেছিল, শোন এবার শুধু বলিউড ছবিই করব না। এতদিন আমরা যে সমস্ত ছবি নিয়ে পরিকল্পনা করেছি, সেগুলো নিয়ে কাজ করব। আর অবশ্যই হলিউডে করব। এই যে তার বিস্তারিত পরিকল্পনা।'


শুধু হলিউডে ছবি করার পরিকল্পনাই নয়, লস অ্যাঞ্জেলেসে স্বপ্নের বাড়ি তৈরিরও পরিকল্পনা করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। বিষাদ দুবে বলেন, 'লস অ্যাঞ্জেলেসে বাড়ি তৈরি করতে চেয়েছিল সুশান্ত। আমাকে ওর স্বপ্নের বাড়ি কেমন হবে তার একটা স্কেচও দেখিয়েছিল।' কিন্তু অভিনেতা সমস্ত স্বপ্নেরই আচমকা ছন্দপতন। নিজের বাড়িতেই অকালমৃত্যু হয় সুশান্ত সিংহ রাজপুতের। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে পাওয়া যায় অভিনেতা ঝুলন্ত দেহ। তিনি আত্মহত্যা করেছিলেন নাকি খুন হয়েছেন, তা নিয়ে কম জলঘোলা হয়নি। যদিও তার তদন্ত চলছে এখনও।