মুম্বই: বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল ফিটনেসের ব্যাপারে দারুণ সচেতন। এবার একটা ‘ভরা এলপিজি সিলিন্ডার’ নিয়ে তাঁর ওয়ার্ক আউটের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে ভিডিওতে বিদ্যুৎকে অনায়াসে একটি এলপিজি সিলিন্ডারকে হাতে করে ঘোরাতে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি বলেছেন, এটা কিন্তু ভরা সিলিন্ডার।



‘কম্যান্ডো ২’ সিনেমায় বিদ্যুতের সহ অভিনেতা আদাহ শর্মা তাঁকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
আদিত্য দত্ত পরিচালিত কম্যান্ডো ফ্র্যাঞ্চাইজিক তৃতীয় পর্ব নিয়ে এখন ব্যস্ত বিদ্যুৎ। এই সিনেমায় বিদ্যুৎ ও আদাহ শর্মা ছাড়াও দেবাইয়া অভিনয় করছেন। এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হবে অঙ্গিরা ধরের।