কলম্বো: কিংবদন্তীরা তো সবসময়ই নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখে যান। শ্রীলঙ্কার বর্ষীয়ান পেসার লাসিথ মালিঙ্গাও ক্রিকেট ময়দানে কেরিয়ারের শেষ লগ্নে পৌঁছেও নজির গড়ছেন। দেহের গঠন নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সমালোচনার সম্মুখীন হন। কিন্তু তাঁর সক্ষমতা সম্পর্কে হয়ত সম্যক ধারনা নেই সমালোচকদের। বল হাতে বারেবারেই সমালোচনার জবাব দিয়ে এসেছেন তিনি। শুক্রবার পাল্লাকেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন মালিঙ্গা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চূড়ান্ত টি ২০ ম্যাচে ৩৬ বছরের এই পেসার পরপর চার বলে চারটি উইকেট নিলেন। প্রথম বোলার হিসেবে দুবার চার বলে চার উইকেট সংগ্রহের কৃতিত্বের মালিক হলেন তিনি।
কলিন মুনরো (১২), হামিশ রাদারফোর্ড (০), কলিন ডি গ্র্যান্ডহোম (০) এবং রস টেলর (০) কে আউট করে কিউই ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিলেন তিনি।
অসাধারণ একটা ইয়র্কারে মুনরোর স্ট্যাম্প ছিটকে দিয়ে এই নজির গড়া শুরু করেন তিনি। এর পরের বলে রাদারফোর্ডের পা সামনে পেয়ে যান তিনি। আম্পায়ার আউট দেননি। শ্রীলঙ্কা ডিআরএস নেয়। সিদ্ধান্ত যায় তাদের পক্ষে। গ্র্যান্ডহোম মালিঙ্কার তৃতীয় শিকার। ক্নিন বোল্ড আউট হন তিনি। এরপর রস টেলর এলবিডব্লু হন।




আন্তর্জাতিক ক্রিকেটে এটি মালিঙ্গার পঞ্চম হ্যাটট্রিক। এতগুলি হ্যাটট্রিক আর কোনও বোলারেরই নেই।সমস্ত ফরম্যাট মিলিয়ে ওয়াসিম আক্রম চারবার হ্যাটট্রিক করেছিলেন। আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান আন্তর্জাতিক টি ২০ তে প্রথম বোলার হিসেবে পর পর চার বলে চার উইকেট নিয়েছিলেন। চলতি বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েন তিনি।
শুক্রবারের ম্যাচে এই অসাধারণ বোলিংয়ের সৌজন্যে টি ২০ আন্তর্জাতিকে প্রথম বোলার হিসেবে ১০০-র বেশি উইকেট সংগ্রহেরও কৃতিত্ব অর্জন করলেন মালিঙ্গা। তিনি এক্ষেত্রে পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে পিছনে ফেলেছেন। আফ্রিদির উইকেট সংখ্যা ৯৭।
পর পর চার বলে চার উইকেট এর আগে ২০০৭-এ একদিনের ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিয়েছিলেন মালিঙ্গা।