এই ভিডিওটি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন, ভুল বলে ফেলে আলিয়ার এক্সপ্রেশন! সম্প্রতি একটি অ্যাওয়ার্ড সেরিমনিতে ‘রাজি’ সিনেমার জন্য পুরষ্কার পান আলিয়া। সেখানে, রণবীরের জন্য তাঁর ভালবাসার কথা খুল্লামখুল্লা বলেন তিনি। দেখুন: বরুণ ধবনকে রণবীর বলে বসলেন আলিয়া!
web desk, ABP Ananda | 16 Apr 2019 12:51 PM (IST)
বরণ ধবনকে বলে বসলেন রণবীর! কী কাণ্ড! তারপর লজ্জায় লাল আলিয়া।
মুম্বই: প্রেমে ভাসছেন আলিয়া ভট্ট। প্রেমিক রণবীর কপূর যে তাঁর শয়নে-স্বপনে তা ষ্পষ্ট আলিয়ার আচরণে। সম্প্রতি ‘কলঙ্ক’ ছবির প্রমোশনে একত্রিত হয়েছিলেন সে-ছবির তারকারা। বরুণ ধবন, সোনাক্ষী সিংহ, আদিত্য রায় কপূরের সঙ্গে ছিলেন আলিয়া। কথাবার্তার সঙ্গে চলছিল খুনসুটি। বরুণ ধবন আলিয়ার খোঁপায় দুষ্টুমি করে হাত দিচ্ছিলেন! আলিয়াও রাগ দেখিয়ে বরুণকে থামাতে যান। সেই সময়ই আলিয়া বরুণকে রণবীর বলে ডাকতে যাচ্ছিলেন। দেখুন ভিডিও।