মুম্বই: বলিউডের দুই তারকা ঋষি কপূর ও অনুপম খেরের বন্ধুত্বের কথা সবাই জানতেন। বহু জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। ঋষি যখন অসুস্থ ছিলেন, তখনও তাঁদের বন্ধুত্বে ছেদ পড়েনি। দেড় বছর আগেও নিউ ইয়র্কের রাস্তায় তাঁদের একসঙ্গে হাঁটতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছিলেন ঋষি। কিন্তু আজ তিনিই প্রয়াত হলেন। বন্ধুকে হারিয়ে শোকাহত অনুপম। তিনি সোশ্যাল মিডিয়ায় পুরনো একটি ভিডিও শেয়ার করেছেন। এরই সঙ্গে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু, বহু ছবিতে সহ-অভিনেতা এবং একজন অসাধারণ মানুষকে হারানোর শোক আমি সহ্য করতে পারছি না। আমি সম্পূর্ণ অসাড় হয়ে গিয়েছি।’


আজ সকালে প্রয়াত হয়েছেন ঋষি। বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মুখাগ্নি করেন ছেলে রণবীর কপূর। এই অভিনেতার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিতাভ বচ্চন সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বহু মানুষ।