মুম্বই: গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গরহাজির ছিলেন ‘ধড়ক’ অভিনেতা ইশান খট্টর। সেইসঙ্গে কোনও আলোকচিত্রীর ক্যামেরাতেও ধরা পড়েনি তাঁর কোনও ছবি। গত কয়েকটা দিন এভাবে এই প্রতিভাবান অভিনেতার অনুপস্থিতির কারণটা জানা গেল। আসলে শাহিদ কপূরের ভাইয়ের চিকেন পক্স হয়েছিল। অসুস্থতা সারিয়ে সুস্থ হয়ে ওঠার পথে তিনি।
ইশান নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও পোস্ট করে এ কথা জানিয়েছেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে ইশান জানিয়েছেন, তাঁর চিকেন পক্স হয়েছিল।
প্রিজম ফিল্টারে তোলা ওই ভিডিওতে তরুণ তারকাকে মজাদার ভঙ্গিতে হাসতে দেখা গিয়েছে। মুখে চিকেন পক্সের দাগও ভিডিওতে স্পষ্ট। তিনি এখন সুস্থ হয়ে ওঠার পথে।



এর আগে গত ১৩ জানুয়ারি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছিলেন তিনি। কফি উইথ কর্ণ-তে দাদা শাহিদ কপূরের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। সেই পর্ব সম্প্রচারিত হওয়ার পর ওই ভিডিও পোস্ট করেছিলেন ইশান।