লখনউ: উত্তরপ্রদেশের লখনউয়ের একটি ব্যস্ত রাস্তায় ট্র্যাফিক পুলিশের ভূমিকায় দেখা গেল বলিউড তারকা জ্যাকি শ্রফকে। তিনি যানজট সামাল দিলেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন ৬১-বছর বয়সি এই তারকা। যা দেখে অনেকেই তাঁর প্রশংসা করছেন।



সেই ভিডিওতে দেখা যাচ্ছে, যানজটে আটকে পড়ে জ্যাকির গাড়ি। সেই অবস্থায় তিনি গাড়ি থেকে নেমে অন্য গাড়িগুলিকে পথ দেখান। যানজট দূর করার পর নিজে গাড়িতে উঠে পড়ছেন এই অভিনেতা। সেখানে থাকা লোকজন এই দৃশ্যের ভিডিও রেকর্ডিং করেন।



জ্যাকি এখন সঞ্জয় দত্তর ‘প্রস্থানম’ ছবিতে অভিনয় করছেন। এটি ২০১০ সালে একই নামে মুক্তি পাওয়া ব্লকবাস্টার তেলুগু ছবির রিমেক।