মুম্বই: দেশে গোমাংস নিষিদ্ধ করা নিয়ে কম শোরগোল চলছে না। এরইমধ্যে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে বলিউড অভিনেত্রী কাজলকে একটি রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছে। সম্প্রতি তাঁর বন্ধু রিয়ানের রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানে 'বিফ পিপার' নামে একটি পদ তৈরি করা হয়েছিল। কাজল বন্ধুদের সঙ্গে খাবার নিয়ে হৈহুল্লোড়ের ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে পোস্ট করে দিয়েছিলেন।
এটা স্পষ্ট নয়, ওই রেস্তোরাঁ কোন শহরে।
বন্ধু যে পদটি পরিবেশন করেন তখন কাজল জানতে চান এটা কী। এর জবাবে ওই বন্ধু বলেন, 'এটা বিফ পিপার'। এর জবাবে কাজলকে মজার ছলে বলতে শোনা যাচ্ছে, 'এরপর ওর হাতটাই কেটে নেব'।
পরে ওই ভিডিও ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেন কাজল। কিন্তু ওই ভিডিওটি এখনও @dnaafterhrs-এ রয়েছে।




এই ভিডিও ঘিরে যাতে কোনও বিতর্ক না হয় সেজন্য  ব্যাখ্যাও দিয়েছেন কাজল। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে জানিয়েছেন, বন্ধুর মধ্যাহ্নভোজের ভিডিওতে বলতে শোনা গিয়েছে যে, টেবিলে বিফ ডিশ রয়েছে। এটা ভুলবোঝাবুঝি ছাড়া কিছু নয়। টেবিলে যা ছিল তা আসলে মহিষের মাংস। এটা খুব সংবেদনশীল বিষয়, যা ধর্মীয় ভাবাবেগকে আহত করতে পারে। তাই এ বিষয়ে তিনি বিশদে ব্যাখ্যা দিলেন বলে জানিয়েছেন কাজল।