একদিনের র্যাঙ্কিংয়ে তিন নম্বরে ভারত
Web Desk, ABP Ananda | 01 May 2017 04:25 PM (IST)
দুবাই: পাঁচ পয়েন্ট অর্জন করে আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এল ভারত। এক নম্বরে দক্ষিণ আফ্রিকা এবং দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। এখন ভারতের পয়েন্ট ১১৭। এর আগে ভারত একদিনের র্যাঙ্কিংয়ে চার নম্বরে ছিল। তিন নম্বরে থাকা নিউজিল্যান্ড দু পয়েন্ট পাওয়ায় তাদের টপকে গিয়েছেন বিরাট কোহলিরা। এই তালিকা প্রকাশিত হওয়ার পর সবচেয়ে বেশি চাপে পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ৯ নম্বরে থাকা ক্রিস গেইলদের পয়েন্ট এখন ৭৯। ৮৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে পাকিস্তান। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজক দেশ ইংল্যান্ড ছাড়া বাকি যে সাতটি দল র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকবে, তারা ২০১৯ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করবে। সেক্ষেত্রে বিপাকে পড়ে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ।