নয়াদিল্লি: স্নাতক হওয়ার পর বিদেশ ভ্রমণ। চুটিয়ে মজা অমিতাভ বচ্চনের নাতনি নভ্য নাভেলি নন্দার। বন্ধুদের সঙ্গে ফুকেতে নৌবিহার। বন্ধুদের দলে শাহরুখ-পুত্র আরিয়ানও। নৌকাতে ঘোরার সময় উদ্দাম নাচ নভ্যর। বিকিনি পরে নাচলেন তিনি। আর সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তিনি নিজেই ওই ভিডিও পোস্ট করেন।






কয়েক মাস আগেই কোনও এক বিচে নিজের বিকিনি পরা ছবি শেয়ার করেন তিনি। সেই ছবি অনেকের চোখ কপালে তুলে দিয়েছিল। এবার ভিডিও। বিগ বি-র নাতনি সম্ভবত জানিয়ে দিতে চাইলেন যে, তিনি বলিউডে খুব শীঘ্রই পা রাখছেন।