হ্যাঁ, সোমবার রাতে মুম্বই বিমানবন্দরে এমনই একটা মজার ঘটনা ঘটল। বলিউড তারকা রণবীর সিংহ এক আলোকচিত্রীর চপ্পল দেখিয়ে বললেন, কোথা থেকে তা কিনেছেন তিনি।
কথাটা শুনে ওই আলোকচিত্রী প্রথমটা বুঝতে পারেননি। তখন ৩৬ বছরের তারকা তাঁর প্রশ্ন ফের করেন। জবাবে ওই আলোকচিত্রী বলেন, আন্ধেরি স্টেশন থেকে।
মজার এই ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিওটি দেখলে মুখে হাসি আসবে। কারণ, কোনও জনপ্রিয় সিনেমা তারকাকে সবদিন এমন খোলামেলা মেজাজে পাওয়া যায় না। সম্ভবত, ওই আলোকচিত্রীর চপ্পল রণবীরের পছন্দ হয় এবং সেজন্যই তিনি প্রশংসা না করে পারেননি।
প্রকাশ্যে রণবীর কিন্তু খুবই চুপচাপ থাকেন। সোমবার রাতে সম্ভবত বেশ মজার মুডে ছিলেন তিনি।
খুব শীঘ্রই রণবীরকে আলিয়ার সঙ্গে ব্রহ্মাস্ত্র সিনেমায় দেখা যাবে।