মুম্বই: ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কাছে ২ এপ্রিল দিনটা অত্যন্ত স্মরণীয়। কারণ, ২০১১ সালে ওই দিনটাতেই ভারত বিশ্বকাপ জিতেছিল। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেছিল ভারত। ছয় মেরে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার সেই ছবি ভারতীয় ক্রিকেট অনুরাগীদের স্মৃতিতে চিরকালের জন্য অম্লান হয়ে থাকবে। বিশ্বকাপ জয়ের পর দলের সব সদস্যই বলেছিলেন, তাঁরা এই ট্রফি দেশের জন্য এবং বিশেষ করে সচিন তেন্ডুলকরের জন্য জিততে চেয়েছিলেন। সেই জয় স্মরণ করে ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন  আগামী বিশ্বকাপের আগে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানির কাছে একটা অনুরোধ করেছেন। তিনি বলেছেন, প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ হয়। ২০১১-র ২ এপ্রিলের পর আটটা বছর কেটে গিয়েছে। তাই সামনে আরও একটা বিশ্বকাপ। আমি জানি, আমাদের দল এখনও ঘোষণা হয়নি। কিন্তু যে দলই যাক না কেন, তা আমাদের দল। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে, ভারতীয় দলের জার্সিতে বিসিসিআই-এর লোগোর উপর তিনটি তারার ছবি রয়েছে। এই তিনটি তারা হচ্ছে, তিনটি বিশ্বকাপ। সেই তিনটিকে চারটি করা হোক, আমি এটাই দেখতে চাই। তাই আমাদের দলের পাশে থেকে পূর্ণ সমর্থন দিতে হবে। ভারতীয় দলকে শুভেচ্ছা।





ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ জিতেছিল ভারত। সচিন বলেছেন, ২০১১-র ২ এপ্রিলের কথা বলতে গেলে বুঝতে পারি না কোথা থেকে শুরু করব, আর শেষ করব কোথায়। আমাদের পক্ষে একটা স্মরণীয় দিন। ক্রিকেট মাঠে প্রচুর দিন কাটিয়েছি, কিন্তু ওই দিনটার মতো বড় দিন আর দেখিনি।