ম্যাঞ্চেস্টার: গতকাল বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন হাই তোলায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়লেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। ক্রিকেটপ্রেমীরা তাঁর এই আচরণের কঠোর নিন্দা করেছেন। ধারাভাষ্য দেওয়ার সময়ই সরফরাজের শারীরিক ভঙ্গির সমালোচনা করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও রামিজ রাজা। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় পাক অধিনায়কের হাই তোলার ছবি। শুরু হয়ে যায় ব্যঙ্গ-বিদ্রূপ।









গতকালের ম্যাচে পাকিস্তানের খেলা দেখে কোনও সময়ই মনে হয়নি তারা ম্যাচ জিততে পারে। সরফরাজ অধিনায়ক হিসেবে যেমন ছাপ ফেলতে পারেননি, তেমনই ব্যাটিংয়ের সময়ও ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। সচিন তেন্ডুলকরও বলেছেন, সরফরাজ বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। ক্রিকেটপ্রেমীরাও পাক অধিনায়কের বিরুদ্ধে সরব।