দেখুন: 'সুলতান'-এর গানে রণবীর সিংহর 'বেফিকর' নাচ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jul 2016 03:16 PM (IST)
নয়াদিল্লি: ইতিমধ্যেই ব্লকবাস্টার সলমনের খানের নতুন সিনেমা সুলতান। বক্সঅফিসে দারুন সাড়া ফেলেছে এই সিনেমা। আর এই সাফল্যে শুধু সলমনের অনুরাগীরাই নয়, বলিউডের অন্যান্য তারকারাও মজেছেন। আর এই ভালোলাগার বহিঃপ্রকাশও ঘটছে। সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতা রণবীর সিংহকে পর্দার সামনে সুলতান-এর বেবি কো পসন্দ আয়া গানের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। অনেক অনুরাগীই রণবীরের ওই নাচের ছবি তুলেছেন, এমনকি বলিউড অভিনেতার সঙ্গে নেচেওছেন। রণবীর সুলতান-এর ৪৪০ ভোল্ট গানেও নেচেছেন। তিনি নিজেই এই ট্যুইট করেছেন।