মুম্বই: দর্শকদের তো বটেই, সহকর্মীদেরও অবাক করতে কসুর করেন না রণবীর সিংহ। ফারহান খান-শ্রদ্ধা কপূরের ‘রক অন টু’ ছবির প্রচারে তাঁর ১০ সেকেন্ডের ভিডিও বলিউডে হইচই ফেলে দিয়েছে।

‘দিল ধড়কনে দো’-র সহ অভিনেতা ফারহান আখতারের সঙ্গে রণবীরের দারুণ কেমিস্ট্রি। দু’জনেই সুঅভিনেতা, দু’জনেই গান পাগল। এবার তাই বলিউডের ‘বাজিরাও’ নিজের টুইটার হ্যান্ডলে পারহানের আসন্ন ছবি ‘রক অন টু’-র প্রচারে একটি ভিডিও পোস্ট করেছেন। দেখে নিন সেই ভিডিও:





১১ তারিখ মুক্তি পাবে ‘রক অন টু’। ফারহান ছাড়াও ছবিটিতে রয়েছেন শ্রদ্ধা কপূর, শশাঙ্ক অরোরা, অর্জুন রামপাল, পূরব কোহলি ও প্রাচী দেশাই। ফারহান ও প্রাচী এর আগের ছবি ‘রক অন’-এ স্বামী স্ত্রীর ভূমিকায় ছিলেন। অর্জুন আর পূরবকেও দেখা যায় আগের ছবিটিতে।

উল্টোদিকে রণবীরের ‘বেফিকর’ মুক্তি পাবে শিগগিরই। সঞ্জয় লীলা বনশালীর পিরিয়ড ড্রামা ‘পদ্মাবতী’-তেও কাজ করছেন তিনি।