উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির কাছে ৩-১ গোলে হারার পর এই ম্যাচেও পিছিয়ে পড়ে চাপ বেড়ে গিয়েছিল বার্সার উপর। সেই অবস্থা থেকে দলকে টেনে তোলেন মেসি। এই জয়ের পর ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে রয়েছে বার্সেলোনা।
সেভিয়াকে হারানোর পর বার্সা ম্যানেজার লুই এনরিকে বলেছেন, ‘মেসির মানের অন্য কোনও খেলোয়াড় নেই। আমাদের দলের লক্ষ্যই হল মেসিকে যত বেশি সম্ভব বল দেওয়া। ও যে কোনও পজিশনে খেলতে পারে। মাঠে ও যা পারফরম্যান্স দেখাচ্ছে তার প্রশংসা করতেই হবে।’
লা লিগার অন্য ম্যাচে লেগানেসকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন গ্যারেথ বেল। অপর গোলটি করেছেন আলভারো মোরাতা। রিয়াল জয় পেলেও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বার্নাব্যুতে টানা পাঁচ ম্যাচে গোল না পাওয়া রিয়াল ম্যানেজার জিনেদিন জিদানের কাছে চিন্তার বিষয়। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর কোনওদিন টানা এতগুলো ম্যাচে গোলহীন থাকেননি ‘সিআরসেভেন’। জিদান অবশ্য তাঁর দলের সেরা অস্ত্রের পাশেই দাঁড়াচ্ছেন। তাঁর মতে, রোনাল্ডো গোল না পেলেও ভাল খেলছেন। তিনি গোল করতে চাইছেন। গোল না পাওয়া নিয়ে চিন্তা থাকলেও কোনও সমস্যা নেই।