‘ধর্ষিতা’ প্রসঙ্গে মুখ খুলে সলমন বললেন, বিতর্ক দেখে বর্তমানে মোদীও ভাষণ কম দেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Jul 2016 04:00 AM (IST)
মুম্বই: ‘সুলতান’ ছবিতে সলমন খান তাঁর পরিশ্রমকে ‘ধর্ষিতা মহিলা’র সঙ্গে তুলনা করে বহু বিতর্কের সৃষ্টি করেছেন। বিতর্কে জল ঢালতে ছেলের হয়ে ক্ষমাও চেয়েছেন বাবা সেলিম খান। অনেক বলিউড তারকা, কেউ সলমনের পক্ষে বা বিপক্ষেও মুখ খুলেছেন। মহিলা কমিশন থেকে তলব করা হয়েছে সাল্লু মিঁঞাকে। অবশেষে সেই বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন সলমন খান স্বয়ং। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের শোয়ে গিয়েছিলেন সলমন। সেখানেই এই ধর্ষিতা মন্তব্য প্রসঙ্গে মুখ খোলেন বিতর্কের নায়ক সলমন। সেই কমেডি শোয়ের উপস্থাপক মজার ছলে বলেন, এখনতো সলমনকে সমস্ত মন্তব্যই ভেবেচিন্তে করতে হয়। তার জবাবে সলমন বলেন, বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে মোদীজিও ভাষণ কম দিচ্ছেন। উল্লেখ্য সেই শোতে সলমন ফের কুস্তির দৃশ্য শ্যুট করা কতটা কঠিন, সেপ্রসঙ্গে মুখ খুলে ছিলেন। কিন্তু শো চলাকালীন তাঁর সহ-অভিনেত্রী অনুষ্কা শর্মা ইশারায় চুপ করতে বলেন। তারপর এবিষয় আর মুখ খোলেননি সলমন। গত ১৮ জুন একটি সাক্ষাত্কার দেওয়ার সময় সলমন বলেছিলেন, ছবিতে কুস্তির প্রতিটি দৃশ্য শ্যুট করা এতটাই কঠিন যে শ্যুটের পর মনে হয়ে তিনি যেন একজন 'ধর্ষিতা মহিলা'।