‘দবাঙ্গ ৩’-এর প্রযোজক সলমনের দাদা আরবাজ খান। ছবিটি পরিচালনা করছেন প্রভু দেবা। এ বছরের এপ্রিল থেকে এই ছবির শ্যুটিং শুরু হয়েছে। আরবাজ এই ছবির প্রযোজনা করার পাশাপাশি অভিনয়ও করবেন। এ বছরের ২০ ডিসেম্বর ‘দবাঙ্গ ৩’ মুক্তি পাওয়ার কথা। দেখুন, মুম্বইয়ে বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে ‘দবাঙ্গ ৩’-এর সেটে পৌঁছলেন সলমন খান
Web Desk, ABP Ananda | 07 Sep 2019 05:28 PM (IST)
‘দবাঙ্গ ৩’-এর প্রযোজক সলমনের দাদা আরবাজ খান। ছবিটি পরিচালনা করছেন প্রভু দেবা।
মুম্বই: মুম্বইয়ে প্রবল বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে ‘দবাঙ্গ ৩’-এর সেটে গেলেন বলিউড তারকা সলমন খান। ব্যস্ত রাস্তায় গাড়ি, বাস, অটো রিকশার পাশ দিয়ে সাইকেল চালিয়ে শ্যুটিংয়ের জায়গায় পৌঁছন ‘সল্লু মিঁয়া’। রাস্তায় তাঁকে দেখতে পেয়ে অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসেন। হাসিমুখেই অনুরাগীদের আবদার মেটান ‘ভাইজান’। তিনি নিজেই ট্যুইটারে সাইকেল চালানোর ভিডিও পোস্ট করেছেন।