নয়াদিল্লি: মাত্র ৬৩ বছরে প্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার আব্দুল কাদির। তাঁর প্রয়াণে ক্রিকেট জগতে নেমে এসেছে শোকের ছায়া। ক্রিকেট মহল কাদিরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। ক্রিকেটারদের স্মৃতিচারনায় তাঁর খেলোয়াড় জীবনের বিভিন্ন  ঘটনা উঠে আসছে।

ভারতীয় ক্রিকেটের নক্ষত্র সচিন তেন্ডুলকরের সঙ্গে একটি ফ্রেন্ডলি ম্যাচে কাদিরের দ্বৈরথ এখনও ক্রিকেটপ্রেমীদের মনে উজ্জ্বল। কাদিরের মুখেও  ওই ঘটনার কথা শোনা গিয়েছে। ওই ম্যাচের পরই কাদির ভবিষ্যদ্বাণী করেছিলেন, এই ছেলে বহুদূর যাবে।

পেশোয়ারে সেই ম্যাচের আন্তর্জাতিক তকমা ছিল না। সেজন্য তাঁর বলে সচিনকে বড় শট খেলার চ্যালেঞ্জ নিতে বলেছিলেন কাদির। সে কথা নিজের মুখেই জানিয়েছিলেন কাদির। তাঁর মুখে বরাবরই সচিনের প্রশংসা শোনা গিয়েছে।কাদির বলেছিলেন, সচিন তার প্রতিভা, দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিয়েই সচিন আমার বলে তিনটি ছয় মেরেছিল।

কাদির ১৬ বছরের কিশোর সচিনকে বলেছিলেন, এটা আন্তর্জাতিক ম্যচ নয়। তাই পরের ওভারে আমাকে একটি ছয় মারার চেষ্টা করা উচিত তোমার। এমনটা করতে পারলে তুমি তারকা হয়ে উঠবে।এ কথা শুনে ও কিছু বলেনি। কিন্তু পরের ওভারে ও আমার বলে তিনটি ছয় মেরেছিল।

ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা লেগস্পিনার কাদির। এই কিংবদন্তী স্পিনার দাবি করেছিলেন যে, একই বল তিনি ১০ রকমভাবে করতে পারেন।

ওই ম্যাচে জয়ের জন্য ভারতের পাঁচ ওভারে প্রয়োজন ছিল ৭০ রান। সচিন অভিজ্ঞ কাদিরের একটি ওভারে চারটি ছয় মেরেছিলেন। আর সেই শটগুলের প্রতিটিই এগিয়ে এসে সোজা ব্যাটে খেলেছিলেন সচিন।

দলকে জয় এনে দিতে পারেননি সচিন। কিন্তু ১৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন।

কাদির ৬৭ টেস্ট ও ১০৪ একদিনের ম্যাচে যথাক্রমে ২৩৬ ও ১৩২ উইকেট নিয়েছিলেন।