দেখুন: শাহরুখের সাক্ষাৎকারের মাঝে হাজির আবরাম!
ABP Ananda, Web Desk | 31 Jan 2017 12:06 PM (IST)
মুম্বই: শাহরুখ খানের ছোট ছেলে আবরাম এসআরকে ভক্তদের নয়নের মণি। ৩ বছরের শিশুটি ক্যামেরায় সামনে বাবার মতই স্বচ্ছন্দ, ভিড়ভাট্টা দেখে ঘাবড়ে গিয়ে কান্না শুরু করে না, বরং দিব্যি পোজ দেয় হাসিমুখে। এবার বাবার এক সাক্ষাৎকারের মাঝে ঝপ করে ঢুকে পড়ল আবরাম। তার বুড়ো আঙুলে ব্যথা লেগেছে, ‘পাপা’-কে দেখাতে হবে না? শাহরুখ ছেলেকে আদর টাদর করে ফ্রেমের বাইরে পাঠিয়ে দিলেন। বললেন, এবার গাড়ির মধ্যে সাক্ষাৎকার হবে। আবরাম তক্ষুনি জবাব দিল, সেও রেডি। তারপরেই আবার ফ্রেমে ঢুকে পড়ল সে।