এবার বাবার এক সাক্ষাৎকারের মাঝে ঝপ করে ঢুকে পড়ল আবরাম। তার বুড়ো আঙুলে ব্যথা লেগেছে, ‘পাপা’-কে দেখাতে হবে না?
শাহরুখ ছেলেকে আদর টাদর করে ফ্রেমের বাইরে পাঠিয়ে দিলেন। বললেন, এবার গাড়ির মধ্যে সাক্ষাৎকার হবে। আবরাম তক্ষুনি জবাব দিল, সেও রেডি। তারপরেই আবার ফ্রেমে ঢুকে পড়ল সে।