মুম্বই: ‘ইংলিশ ভিংলিশ’ ছিল শ্রীদেবীর কামব্যাক ছবি। সেখানে তাঁর অভিনয় সকলের মনে দাগ কেটেছিল। ছবির বক্স অফিস সাফল্যই বলে দিয়েছিল শ্রীদেবীর কামব্যাক ছবি আসলে কতটা সফল। সেখানে তিনি একজন গৃহবধূর চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে দেখা গিয়েছিল শুধু রান্না করা, বাড়ি গুছিয়ে রাখার কাজ ছাড়া তিনিও পারেন অন্যরকম কিছু করতে। পরিবারের কাছে নিজেকে প্রমাণ করতে একজন গৃহবধূর ইংরাজি শেখার চেষ্টার গল্প ছবির মাধ্যমে বলেছিলেন পরিচালক। আর চরিত্রটি অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন শ্রীদেবী।


এবার তাঁর অভিনয়ের ক্যারিশমা দেখা যাবে তাঁর আসন্ন ছবি ‘মম’-এ। এই ছবির টিজার মুক্তির সঙ্গে সঙ্গে সেখানে শ্রীদেবীর দৃঢ় অভিনয় এখনই সকলের নজর কেড়েছে। আশাই করা যায়, এখানেও শ্রীদেবীর থেকে দারুন কিছু উপহার পাবেন দর্শক।

তবে ‘ইংলিশ ভিংলিশ’-এর পর ২০১৫ সালে পর্দায় মুক্তি পেয়েছিল শ্রীদেবীর দক্ষিণী ছবি ‘পুলি’। পাঁচ বছর বিরতি নেওয়ার পর ফের ‘মম’-এর হাত ধরে বলিউড পেতে চলেছে শ্রীদেবীকে।

ছবির চিত্রনাট্য মূলত সাসপেন্স থ্রিলার নির্ভর। ছবিতে দেখা যাচ্ছে শ্রীদেবী তাঁর মেয়ের বিষয় মারাত্মক চিন্তিত। তাঁর মেয়ের জীবনে যা ঘটছে বা ঘটেছে সেই নিয়েই এগিয়েছে ‘মম’-এর চিত্রনাট্য।

ছবিতে শ্রীদেবী ছাড়াও রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, অক্ষয় খন্না। গত বছরের ‘ঢিশুম’-এর পর এখানেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অক্ষয়। টিজারে তাঁর চরিত্রের গুরুত্ব বোঝাও গেছে।

নওয়াজ এখানে একটি ক্যামিওর চরিত্রে অভিনয় করেছেন। মধ্য বয়স্ক এক পুরুষের চরিত্রে কার্যত চেনাই যাচ্ছে না নওয়াজকে। ছবিটি পরিচালনা করেছেন রবি উদয়ওয়ার, প্রযোজনা করেছেন অভিনেত্রীর স্বামী বনি কপূর। আগামী ১৪ জুলাই পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।