রামগোপাল নারী দিবসের দিন তাঁর টুইটে লিখেছিলেন, “আজ সারা দুনিয়া যখন নারী দিবস পালনে মগ্ন, তখন তিনি ‘হ্যাপি মেনস ডে’ পালন করছেন।তিনি আরও বলেন, দুনিয়ায় কোনও মেনস ডে নেই কারণ, বছরের ৩৬৪ দিনই তাঁদের দিন। তাঁরাই মহিলাদের একটা দিন দিয়েছেন। তারপর টুইট করেন, আমি প্রত্যেক মহিলাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং বলছি প্রত্যেক পুরুষকে তাঁরা সেভাবেই সবসময় খুশি করুক, যেমন ভাবে সানি লিওন করেন’’।
তারপরই নেটিজেনদের পাল্টা তোপ শুরু হয়। এরপর সানি টুইটারে তাঁর একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি কারও নাম না করে বলেন, প্রত্যেকের উচিৎ নিজেদের মানসিকতার পরিবর্তন করা। পরিবর্তন তখনই আসা সম্ভব যখন আমরা একযোগে ভাবনায় পরিবর্তন আনব। প্রত্যেকের উচিৎ ভাবনা-চিন্তা করে শব্দ চয়ন করা। সানির ভিডিওর এই বক্তব্য থেকে একটা বিষয় পরিস্কার তিনি রামগোপালকে তাঁর ভাবনার জন্যে একহাত নিয়েছেন।
রামগোপালের এই বিতর্কিত টুইটের পর তাঁর বিরুদ্ধে সমাজকর্মী বিশাখা মেমব্রে একটি মামলা দায়ের করেছেন।