মুম্বই:  আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের দিন অন্যমনস্ক ভাবেই ভারতের পতাকাটা উল্টোভাবে ধরেছিলেন অক্ষয় কুমার। কিন্তু ক্রমাগত এই নিয়ে তাঁকে সোশ্যাল মিডিয়ায় বহু, সমালোচনা ও বিদ্রুপের মুখে পড়তে হচ্ছে। তবে সেই ঘটনার পর প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিজের টুইটার হ্যান্ডেল থেকে ছবিটি সরিয়েও দেন অক্ষয়। তবে তাতেও সমালোচনার ঝড় থামেনি। তেরঙ্গা ধরার সময় যে সাধারণ নিয়ম মানতে হয়, সেটি তিনি না মানায়, তাঁকে এখনও পর্যন্ত আক্রমণের সামনে পড়তে হচ্ছে।

এরপরই মুম্বইয়ে সাম্প্রতিক এক সাংবাদিক বৈঠকে অক্ষয় বলেন, সেদিন তিনি গ্যালারি থেকে পতাকা নাড়ছিলেন। সেইসময় আচমকাই সেটা উল্টে যায়। তিনি পতাকাটা ঠিক ভাবে ধরার চেষ্টাও করছিলেন। কিন্তু তার মধ্যেই তাঁকে অস্বস্তিতে ফেলার জন্যে কেউ পাশ থেকে ছবিটা তুলে নেন। তারপরই তিনি বলেন, আপনারা সেদিনের ওই দৃশ্যটি একবার টিভিতে চালিয়ে দেখুন, দেখবেন আমি সঠিকভাবেই পতাকাটা ধরেছিলাম। তবে এরপরও যদি কারও মনে আঘাত দিয়ে থাকে ওই ঘটনা, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী সেজন্যে।





লর্ডসের মাঠ থেকে সেদিনের ছবি ভাইরাল হওয়ার পরই লিখিতভাবে দুঃখপ্রকাশ করেছিলেন অক্ষয়। এছাড়া তাঁর বিভিন্ন ছবির মাধ্যমেও নানা সময় অক্ষয় তাঁর দেশপ্রেমের কথা-ভাবনা প্রকাশ করেছেন।