নয়াদিল্লি: আসন্ন ঈদ ও স্বাধীনতা দিবসে কাশ্মীর বা উত্তর-পূর্ব ভারতে হামলা চালাতে পারে পাকিস্তানি জঙ্গিরা। আফগান জিহাদিরাও হামলা চালাতে পারে। এমনই সতর্কবার্তা জারি করেছে ইন্টেলিজেন্স ব্যুরো। নৌবাহিনীর পক্ষ থেকে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, সমুদ্রপথে যে কোনও হামলা ঠেকানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। নৌবাহিনীর উপ-প্রধান মুরলীধর পওয়ার জানিয়েছেন, ‘নৌবাহিনী চূড়ান্ত সতর্ক আছে। আমরা যে কোনওরকম হামলা ঠেকাতে তৈরি। কেউ যদি দুঃসাহস দেখায়, তাহলে প্রতিরোধের মুখে পড়তে হবে।’


জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি হয়েছে। খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পুলওয়ামার ধাঁচে জঙ্গি হামলার হুঁশিয়ারি দেন। গোয়েন্দা সূত্রে খবর, পাক-অধিকৃত কাশ্মীরে ফের বেশ কয়েকটি জঙ্গিশিবির চালু করেছে ইসলামাবাদ। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের নির্দেশে এই জঙ্গিশিবিরগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেগুলি আবার সক্রিয় হয়ে উঠেছে।