কলকাতা: করোনাকালে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড থেকে টলিউড। অক্সিজেন থেকে শুরু করে খাবার, হাসপাতালে বেডের ব্যবস্থা, তারকাদের সোশ্যাল মিডিয়া ওয়ালে রয়েছে বিভিন্ন প্রয়োজনীয় নম্বর। পরমব্রত, ঋদ্ধি, অনুপমরা ব্যবস্থা করেছেন ‘ইন্টেরিম রিলিফ সেন্টার’। আর এবার করোনা পরিস্থিতিতে করোনা আক্রান্তদের খাবার দেওয়ার দায়িত্ব নিলেন দেব। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই হদিশও।


টলি টেলস ও সর্দারনি পরমজিত কৌর মেডিকেল ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়েছেন দেব। প্রতিদিন এখান থেকে বিনামূল্যে খাবার সরবরাহ করা হবে করোনা আক্রান্তদের। কোথা থেকে খাবার সংগ্রহ করতে হবে সেই ঠিকানাও দিয়েছেন দেব। আপাতত ৫০জনের খাবারের আয়োজন করা হয়েছে। কিন্তু চাহিদা বাড়লে এই সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেব।



করোনা পরিস্থিতিতে শেষ হয়েছে নির্বাচন। রাজ্যের শাসকদলের হয়ে প্রচারের মঞ্চে দেখা গিয়েছে দেবকে। কিন্তু নির্বাচনী প্রচারে গিয়ে দলের কথা বলার পাশাপাশি তাঁর মুখে বারে বারে উঠে এসেছে সুরক্ষার কথা। জনসভায় গিয়ে তিনি বারবার সতর্ক করেছেন, মাস্ক পরতে বলেছেন দর্শকদের। বসিরহাটের তেঁতুলিয়া হাই স্কুল মাঠের সভামঞ্চ থেকে ভাইরাল হয়েছিল দেবের বক্তব্যের একটি ভিডিও। সেখানে তিনি বলেছিলেন, 'যেখানে যেখানে নির্বাচন হয়ে গিয়েছে অন্তত সেই জায়গাগুলিকে বাঁচান। লকডাউন না হলেও সেখানে কিছু কিছু করোনা সতর্কতা বিধি চালু করুন ও সেগুলিকে কঠোরভাবে মেনে চলুন। যাতে মানুষ বেঁচে থাকে, মানুষ যাতে ভালো থাকে এমন কাজ করুন। কে ক্ষমতায় আসবে তা আমরা ২ তারিখে দেখে নেব। কিন্তু তার আগে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে তাই না!' দেবের এই কথা শেষ হতে না হতেই সভাস্থল ফেটে পড়েছিল হাততালিতে।


তবে এই প্রথম নয়, করোনা সতর্কতা নিয়ে বার বার সরব হয়েছেন দেব। নিজের নতুন ছবি গোলন্দাজ-এর ট্রেলার রিলিজেও তাঁকে দেখা গিয়েছিল মাস্ক পরেই। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে নিজের ছবি পোস্ট করে দেব লেখেন, 'গোলন্দাজ' এর টিজারকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা সত্যিই আপ্লুত।' সেইসঙ্গে দেব জুড়ে দেন, 'বর্তমানে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, বাইরে গেলেই মাস্ক পরুন। যদি আপনি কোনও রাজনৈতিক দলের নেতা বা নেত্রী না হন, তাহলে প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। (আমাদের দেশে একমাত্র রাজনৈতিক নেতারাই নিয়ম ভাঙতে ও তৈরি করতে পারেন) সবাই সাবধানে থাকুন।'