মুম্বই: মেয়েদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদল করার পক্ষে সওয়াল করলেন ঐশ্বর্য রাই বচ্চন। তিনি বলেছেন, ‘মেয়ে হিসেবে আমাদের পরস্পরের বিচার করা বন্ধ করতে হবে। কেউ মেকআপ করে বলেই এমন নয় যে তার বুদ্ধি নেই। এমন নয় যে তার মধ্যে কোনও সারবত্তা, সংবেদনশীলতা বা সহানুভূতি নেই। আবার কেউ মেকআপ না করলেই সে নির্লিপ্ত বা উদাস নয়। এমন নয় যে সে খুব মেধাবী, খুব সিরিয়াস এবং হাসি-ঠাট্টা পছন্দ করে না।’


এবারও কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হাঁটেন ঐশ্বর্য। এই নিয়ে টানা ১৫ বছর তিনি কানে হাজির থাকলেন। এই চলচ্চিত্র উৎসবের জুরি চেয়ারপার্সন কেট ব্ল্যানকেট ও অ্যাগনেস ভার্ডা সহ ৮২ জন মহিলা ছবির জগতে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। ঐশ্বর্যও সেই প্রতিবাদে সামিল হন। তাঁর মতে, মেয়েদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদল করা দরকার।