সলমনের প্রিয় সহ-অভিনেতা! মন খুলে তাঁর সম্পর্কে দু মিনিট কথা বললেন ভাইজান, জানেন তিনি কে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2017 07:54 PM (IST)
মুম্বই: সলমন খানের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর সবচেয়ে প্রিয় সহ-অভিনেতা কে? স্বভাবগতভাবেই ভাইজান উত্তর দেন, তাঁর কোনও একজন প্রিয় সহ-অভিনেতা নেই, একাধিক রয়েছে। তারপর অবশ্য তিনি একজনের নাম বলেন। তিনি আর কেউ নন, সলমনের এক সময়ের প্রেমিকা, এবং অবশ্যই সহ-অভিনেতা ক্যাটরিনা কাইফ। সেইজন্যেই হয়তো ক্যাট সম্পর্কে না থেমে টানা দুমিনিট কথা বলে চলেন সলমন। ক্যাট সম্পর্কে সলমন সবকিছুই শুধু ভাল বলেছেন, যেমন তিনি অত্যন্ত কেয়ারিং, স্নেহপরায়ন, পরিশ্রমী। সলমনের আসন্ন ছবি 'টাইগার জিন্দা হ্যায়' ছবিতে তাঁরা দুজনে একসঙ্গে কাজও করেছেন।আগামী ২২ ডিসেম্বর পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। সলমনের কথায় ক্যাট অক্লান্ত ভাবে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেই যেতে পারেন। এমনকি ক্যাট তাঁর ছবির প্রতিটি অ্যাকশন দৃশ্য নিজেই করেছেন। পোস্ট-প্যাকআপের পর ক্যাটের ফিটনেস রুটিনও ছিল তাক লাগানোর মতো। ৫০-৫৫ ডিগ্রি তাপমাত্রায় সারাদিন শ্যুটের পর প্রায় আঘ ঘণ্টা ক্রিকেট খেলতেন ক্যাট, তারপর আধ ঘণ্টা চলত ভলিবল খেলা। জিমতো তারপর ছিলই। এমনকি সেখানে গিয়ে টেনিসও শিখেছেন ক্যাট। তাঁর সহ-অভিনেতার এই মাত্রায় এনার্জি লেভেল দেখে বেশ অবাকই হতেন সলমন।