নয়াদিল্লি: আমাদের মধ্যে কোনও ঝামেলা ছিল না, শীঘ্রই বিয়ে করতাম আমরা, জানালেন প্রত্যুষার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহ।
প্রত্যুষার রহস্যজনক মৃত্যুর তদন্তে নেমে আজ রাহুলকে জেরা করে পুলিশ।

জেরায় রাহুল বলেন, আমি জানি না, কেন ও আত্মহত্যার পথ বেছে নিল। আমাদের মধ্যে কোনও ঝগড়াঝাঁটি হয়নি। দুজনে ভালোই ছিলাম। বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখতাম।


পুলিশ জানিয়েছে, তারা রাহুলের বয়ান রেকর্ড করেছেন। তাঁর ফোনের ডিটেলস্-ও খতিয়ে দেখা হচ্ছে। দুজনের মধ্যে কী কথা হয়েছে, কী এসএমএস বিনিময় হয়েছে, সেসব খতিয়ে দেখছেন তাঁরা। রাহুলকে আটক করা হয়নি। গোরেগাঁও-এর সিদ্ধার্থনাথ মিউনিসিপাল হাসপাতালে প্রত্যুষার ময়নাতদন্ত করা হয়। সেখানে নিয়ে যাওয়া হয়েছিল রাহুলকে, কান্নায় ভেঙে পড়েন তিনি।

হাসপাতালে উপস্থিত হয়েছিলেন প্রত্যুষার মা-বাবাও। সূত্রের খর, তাঁরা জানিয়েছেন, মেয়ের মৃত্যুর জন্য রাহুলের দিকে অভিযোগ তুলছেন না তাঁরা।
Pratyusha Banerjee 's parents record their statements, do not accuse Rahul Raj for her death: Sources

গতকাল রাতে গোরেগাঁওয়ের বাঙ্গুর নগর এলাকায় নিজের আবাসনেই আত্মহত্যা করেন প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। তাঁর বন্ধুরা তাঁকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে গেলে চিকিতসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কেন অকালে এই চরম পথ বেছে নিলেন প্রত্যুষা, তা এখনও জানা যায়নি। কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি তাঁর ফ্ল্যাট থেকে।

রাহুলের সঙ্গে এর আগেও বহুবার মনোমালিন্য হয়েছে প্রত্যুষার। মৃত্যুর কারণ এটাই কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে। প্রত্যুষার অনেক বন্ধুরই অভিযোগ, প্রত্যুষার আত্মহত্যার ঘটনা সত্যিই নয়, তাঁর মৃত্যু সাজানো, পরিকল্পনামাফিক। অনেকেই সোজাসুজি আঙুল তুলেছেন রাহুলের দিকে।


তাঁর বন্ধু, ছোটপর্দার অভিনেতা গুরমিত চৌধুরি জানিয়েছেন, হোলির সময়ও খুব আনন্দ করেছিলেন তাঁরা। তখনও সব ঠিকঠাকই ছিল। কিন্তু কেন যে আত্মহত্যা করল প্রত্যুষা, তাঁর কারণ বুঝে উঠতে পারছেন না তাঁরাও।

‘বালিকা বধূ’ ধারাবাহিকে ‘আনন্দী’র চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘বিগ বস’, ‘ঝলক দিখ লাজা’ প্রভৃতি লাইভ শো-তেও অংশ নেন বছর ২৪-এর প্রত্যুষা।

কিন্তু অন্য কথা বলছেন নিরাপত্তারক্ষী। কী বলছেন শুনুন।