মুম্বই: পর্ণ নয়, ওয়েব সিরিজের শ্যুটিং করতেন রাজ কুন্দ্রা। মুম্বই পুলিশকে জানালেন রাজের আইনজীবী। আবাদ পণ্ডার বয়ান অনুযায়ী, ইনফরমেশন টেকনোলজির ৬৭এ ধারার আওতায় পড়েন না রাজ। কারণ শারীরিক সম্পর্ক নাহলে সেটাকে পর্ণোগ্রাফি বলা যায় না। অশ্লীল ছবি বলা যেতে পারে।
আজ আদালতে রাজ কুন্দ্রার আইনজীবী বলেন, ' ইনফরমেশন টেকনোলজির এই আইনকে ভারতীয় দণ্ডবিধির সঙ্গে একসঙ্গে পড়া যায় না। ইনফরমেশন টেকনোলজির ৬৭এ ধারায় বলা হয়েছে, একমাত্র শারীরিক সম্পর্ক হলে তবেই তা পর্ণোগ্রাফির আওতায় পড়ে। বাকি সমস্ত বিষয়কে অশ্লীল ছবি বলা যায় কিন্তু পর্ণোগ্রাফি না। ইতিমধ্যেই রাজ কুন্দ্রার প্রাক্তন পিএ উমেশ কামাতের থেকে ৭০টি আপত্তিকর ভিডিও উদ্ধার করেছে পুলিশ।
অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে সোমবার গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে।
মুম্বইয়ের পুলিশ কমিশনার একটি বিবৃতিতে বলেছেন, 'অশ্লীল ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী মনে করা হচ্ছে রাজ কুন্দ্রাকে। ওঁর বিরুদ্ধে আমাদের হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে।'
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। সেই অভিযোগের তদন্তেই সোমবার রাজকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশে অভিযোগে দায়ের হওয়ার পরই আগাম জামিনের আবেদন করেছিলেন রাজ। তবে তাতে শেষরক্ষা হল না। গ্রেফতারই হতে হল নামী ব্যবসায়ীকে।
রাজের গ্রেফতারির পর ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের আসন ছেড়েছেন শিল্পা। তাঁর জায়গায় ওই রিয়্যালিটি শো-তে বিচারকের ভূমিকায় দেখা যাবে করিশ্মা কপূরকে। সূত্রের খবর, জেরা করা হতে পারে শিল্পাকেও।