কলকাতা: কলকাতা পুলিশে ৩৩০ জন সাব ইনস্পেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। স্নাতক হলেই এই পদে করা যাবে আবেদন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ অগাস্ট।


কোন পদে নিয়োগ ?


সাব ইন্স্পেক্টর অফ পুলিশ (আনআর্মড ব্রাঞ্চ)
এই পদের জন্য ১৮১ জন পুরুষের পদ খালি
২৭জন মহিলা নেওয়া হবে সাব ইনস্পেক্টর পদে।


শিক্ষাগত যোগ্যতা- চাকরিপ্রার্থীদের অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।


সার্জেন্ট- ১২২ পদে নিয়োগ করা হবে কলকাতা পুলিশে
শিক্ষাগত যোগ্যতা- কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদনকারীদের।


মহিলারা কেবল কলকাতা পুলিশের সাব ইনস্পেক্টর(আনআর্মড) পদে আবেদন করতে পারবেন।  


নোট- আবেদনকারীদের অবশ্যই বাংলা বলতে, পড়তে ও লিখতে জানতে হবে। যদিও এই বাধ্যবাধকতা হিল সাব ডিভিশনের দার্জিলিং, কালিম্পংয়ের স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য নয়।


বয়স সীমা- আবেদনকারীর ন্যূনতম বয়স ২০ হতে হবে। কোনওভাবেই চাকরিপ্রার্থীর বয়স ১.০১.২০২১-এ ২৭ অতিক্রম করা চলবে না। তবে কিছু ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের নিয়ম শিথিল করা হয়েছে। তফশিলি জাতি ও উপজাতিদেরর ক্ষেত্রে এই বয়স সাধারণের থেকে ৫ বছর শিথিল করা হয়েছে। একইভাবে পশ্চিমবঙ্গের জন্য ওবিসিদের ক্ষেত্রে এই বয়স ৩ বছর শিথিল করা হয়েছে।


কীভাবে হবে যোগ্যতা বিচার ?


সাব ইনস্পেক্টর ও সার্জেন্ট পদে আবেদনের পর প্রিলিম পরীক্ষা বা স্ক্রিনিং টেস্ট হবে প্রার্থীদের। পরবর্তীকালে তাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট(পিএমটি) ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট(পিইটি)-র পরীক্ষা নেওয়া হবে। এই দুই ক্ষেত্রে উতরে গেলে ফাইনাল প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হবে তাদের। পরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পার্সোলিটি টেস্ট উত্তীর্ণ হলেই হাতে আসবে নিয়োগপত্র।


কবে কোন পরীক্ষা নেওয়া হবে তা জানতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট http://wbpolice.gov.in-এ নজর রাখতে হবে।


কীভাবে আবেদন করবেন ?


চাকরিপ্রার্থীদের http://wbpolice.gov.in-এ ঢুকে আবেদন করতে হবে। আবেদনের তারিখ ১৯.০৭.২০২১ থেকে ১৯.০৮.২০২১। ২৭০ টাকা দিয়ে এই চাকরির জন্য আবেদন করতে হবে। তফশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে এই আবেদনের ফি ২০ টাকা। ডেবিট, ক্রেডিট কার্ড ছাড়াও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে এই টাকা জমা দেওয়া যাবে। চাকরির বিষয়ে বিস্তারিত জানতে http://wbpolice.gov.in ওয়েবসাইটে যেতে হবে।  


Education Loan Information:

Calculate Education Loan EMI