কলকাতা: বহুদিন পর নিজস্ব বাংলা কাজ নিয়ে ফিরছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ (Zee5)। আগামী ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ 'মুক্তি' (Mukti)। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প, কয়েকজন সাধারণ ভারতবাসীর ঘুরে দাঁড়ানোর গল্প বলবে 'মুক্তি'। আজকে প্রকাশিত হল সিরিজের ট্রেলার।


রোহন ঘোষের (Rohan Ghosh) পরিচালনায় 'মুক্তি' সিরিজে অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), চিত্রাঙ্গদা (Chitrangada), চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh), সুদীপ সরকার (Sudip Sarkar) সহ একাধিক অভিনেতাকে। 'ফ্যাটফিশ এন্টারটেনমেন্ট'-এর প্রযোজনায় একটি দেশপ্রেমিক, ক্রীড়া সংক্রান্ত কল্পকাহিনি নিয়ে স্বাধীনতা পূর্ব ভারতকে তুলে ধরা হয়েছে সিরিজে। সিরিজে সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।


 



সিরিজের ট্রেলার এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। এই সিরিজটি সম্পর্কে অভিনেতা অর্জুন চক্রবর্তী বলেন, 'এত ভাল একটা টিমের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্যে সৌভাগ্যের। ক্যামেরার সামনে ও পিছনের গোটা টিমটা খুব ভাল এবং অভিজ্ঞ। এই টিমটার সঙ্গে কাজ করে এত ভাল লেগেছে যে আমার ধারণা সেটা পর্দায় ফুটে উঠবে।'


তিনি আরও বলেন, 'সিরিজ মুক্তি পাচ্ছে ২৬ জানুয়ারি। আমার মনে এর থেকে ভাল তারিখ আর হতে পারে না। কারণ 'মুক্তি' ব্রিটিশ শাসন ও সেই সময়ের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে তৈরি গল্প। যদিও মূল থিমটি আজকের দিনেও প্রযোজ্য। আমরা সকলেই স্বাধীন হতে চাই। শুধুমাত্র দেশ স্বাধীন করার গল্প বলেই নয়, ব্যক্তিগত জীবনে বিভিন্ন ক্ষেত্রেই আমরা স্বাধীনতা চাই। নিজেদের মতো করে বাঁচতে চাই। নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য শক্তিশালী হওয়া খুবই প্রয়োজনীয়। সেটাও এই সিরিজের আরও একটা থিম।'


আরও পড়ুন: Gargee on Mahasweta Devi: মহাশ্বেতা দেবীর জন্মদিনে প্রকাশিত 'মহানন্দা'র মোশন পোস্টার, সাহিত্যিককে শ্রদ্ধা গার্গীর


সিরিজে জেল কর্মী রামকিঙ্কর অর্থাৎ ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া। অভিনেত্রীর কথায়, 'এই প্রজেক্টটা আমার জন্য খুবই আকর্ষণীয় ছিল কারণ প্রথমবার আমি ঋত্বিক দার সঙ্গে অভিনয় করলাম। আমার সব সিনই প্রায় ওঁর সঙ্গে ছিল। আমার অন্যতম পছন্দের অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। খুব মজা করে কাজ করেছি। যেহেতু একটা নির্দিষ্ট সময়কে তুলে ধরা হয়েছে, তাই তখনকার দিনের মতো কথা বলা, ওই সময়টাকে ফুটিয়ে তোলা, সবমিলিয়ে কাজ করে খুব আনন্দ পেয়েছি। আমার চরিত্রটি সেই সময়কার হওয়া সত্ত্বেও বেশ উদার মনের। খুবই জিজ্ঞাসু মনের। সে স্বামীর কাজ সম্পর্কেও প্রচুর প্রশ্ন করে। এরপর একাধিক ঘটনা ঘটে তাঁর জীবনে।'


আজ মুক্তি পেয়েছে ট্রেলার। সিরিজের ঘোষণা করার পর থেকেই বেশ সাড়া ফেলেছিল 'মুক্তি'। ট্রেলারও পছন্দ করেছেন দর্শক। এবার সিরিজটি মনে দাগ কাটতে পারে কি না সেটাই দেখার।