কলকাতা: বক্স অফিসে (Box office) একটু একটু করে কি বক্স অফিসের খরা কাটছে অক্ষয় কুমারের? (Akshya Kumar) ওএমজি টু সাফল্যের মুখ দেখিয়েছে তাঁকে। প্রায় ৫০ কোটি
টাকা বাজেটের ছবিটি বক্স অফিসে প্রায় ২২০ কোটি টাকার ব্যবসা করেছে। 


আগামীতে মুক্তির অপেক্ষায় রয়েছে মিশন রানিগঞ্জ। (Mission Raniganj) মাইনিং ইঞ্জিনিয়ার জসবন্ত সিং গিল কীভাবে ১৯৮৯ সালে কয়লাখনি দুর্ঘটনায় ৬৫ জন
খনি শ্রমিককে উদ্ধার করেছিলেন, সেই কাহিনিই উঠে আসবে ছবিটিতে। এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া। এছাড়াও রয়েছেন দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, রবি কিষেণ, কুমুদ মিশ্র,পবন মালহোত্রা। টিনু সুরেশ দেশাই পরিচালিত এই ছবিটি ৬ অক্টোবর মুক্তি পাবে বড় পর্দায়। এই ছবিটিকে ঘিরে দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। 


আরও পড়ুন...


মাত্র পাঁচ দিনেই বিশ্বব্য়াপী ৫০০ কোটিরও বেশি আয় 'জওয়ান'-এর! তৈরি হচ্ছে নতুন রেকর্ড
 
অন্য়দিকে, মিশন রানিগঞ্জের সঙ্গেই অক্ষয় কুমারের আরও একটি ছবির অ্যানাউন্সমেন্ট টিজারও প্রকাশ্যে এসেছে। ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির নাম রাখা হয়েছে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'। (Welcome to Jungle) নির্মাতারা বলছেন, এই ছবিতে থাকবে কমেডির ট্রিপল ডোজ। 


অক্ষয় কুমারের সঙ্গে দীর্ঘদিন বাদে এই ছবিতে অভিনয় করছেন রবিনা ট্যান্ডন। এছাড়াও দীর্ঘ তারকা তালিকায় আছেন সঞ্জয় দত্ত, সুনীল শেঠী, আরশাদ ওয়ারসি, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্ডেজ,দিশা পাটানি, পরেশ রাওয়াল, শারিব হাশমি, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কপূর, শ্রেয়স তালপড়ে, ক্রুশ্না অভিষেক, দালের মেহেন্দি, মিকা সিং, রাহুল দেব সহ আরও অনেকে।


বলিউডে প্রথমবার কোনও ছবিতে একসঙ্গে ২৪ জন তারকাকে দেখতে পাবেন দর্শকেরা। আরও একটি চমক থাকছে এই ছবিতে। এই জন তারকা একসঙ্গে ক্যাপিলা পারফর্ম করবেন ওয়েলকাম টু দ্য জাঙ্গল-এ। ক্যাপিলার অর্থ হল, কোনও বাদ্যযন্ত্র ছাড়াই সমবেত সঙ্গীত। 


বলাই বাহুল্য, এই বিরাট তারকা তালিকার মধ্যে অক্ষয় এবং রবিনার জুটির কামব্যাক দেখতেই মুখিয়ে রয়েছেন দর্শকেরা। ২০০৪ সালে মধুর ভান্ডারকরের ছবি আন-এর পর একসঙ্গে আর কোনও ছবিতে দেখা যায়নি অক্ষয়-রবিনাকে। প্রায় ২০ বছর বাদে তাঁরা আবার কোনও ছবিতে একসঙ্গে অভিনয় করছেন। 


২০২৪-এর ২০ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ওয়েলকাম টু দ্য জঙ্গল। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি ছবি পরিচালনা করেছিলেন আনিস বাজমি। তবে তৃতীয় ছবিটি পরিচালনা করছেন আহমেদ খান। এই ছবির হাত ধরেই কি অক্ষয় বক্স অফিসে চওড়া হাসি হাসবেন? উত্তরটা এখন সময়ের হাতেই। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial