কলকাতা: সদ্য হাতে নিয়েছেন বিজেপির পতাকা, পা রেখেছেন রাজনীতির আঙিনায়। রূপোলি পর্দার অভিনেত্রী এখন পুরোদস্তুর নেত্রী। পায়েল সরকার। অন্যদিকে গতকালই পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির  প্রতিবাদে ই-স্কুটারে সওয়ার হল খোদ মুখ্যমন্ত্রী। ফিরহাদ হাকিমের স্কুটির পিছনে চেপে নবান্নে যান তিনি। ফেরার সময় নিজেই বসেন চালকের আসনে। প্রথমবার দুচাকা চালাতে গিয়ে টলমল হতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তার পরেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পায়েল। ছবিতে দেখা যায়, স্কুটি চালাচ্ছেন তিনি। ক্যাপশানে লেখা, ‘’বাংলার মেয়েরা স্কুটি চালাতে পারে।’ সেইসঙ্গে রয়েছে হ্যাশট্যাগ আত্মনির্ভর ভারত।



মমতা বন্দ্যোপাধ্যায়ের ই-স্কুটার চালানোর দিনই নিজের  স্কুটি চালানোর ছবি, সঙ্গে অর্থপূর্ণ লেখা? পায়েল হেসে বললেন, ‘আমি এমনই ছবি পোস্ট করেছি। আমার মন হয়েছে, বাংলার মেয়েরা এখন স্কুটি চালিয়ে কলেজ, অফিস যায়। আমার কাছে আমার ছবি ছিল তাই পোস্ট করেছি। এটা যে কারও ছবিই হতে পারত। এটার পিছনে কোনও কারণ খোঁজার দরকার পড়ছে কি?’


পায়েলের পোস্টের হ্যাশট্যাগে আত্মনির্ভর ভারত। যদিও এই পোস্টকে ‘কাকতালীয়’ বলতেই পছন্দ করছেন অভিনেত্রী। ফের রহস্যময় হাসি হেসে বললেন, ‘আমি তো এমনই পোস্ট করেছি। কেউ অন্য কিছু অর্থ বের করতেই পাবে ভেবে। আমি কিছু বলব না।’


বিজেপিতে যোগদান করে পায়েল বলেছিলেন, ‘রাজনীতিতে যোগদান নিয়ে নাকি কথাবার্তা চলছিল অনেকদিন থেকেই। আমি সবসময়ই সাম্প্রতিক ঘটনার খবর রাখতে, সেইসব নিয়ে কথা বলতে ভালোবাসতাম। তবে সরাসরি রাজনীতিতে যোগদানের কথা ভাবিনি কখনও। সত্যি কথা বলতে এর আগে যোগদানের অফার পাইনি। যখন অফার পেলাম, মনে হল এটাই সঠিক সময়।’


মানুষের কাজ করার জন্য সিস্টেমের প্রয়োজন। কিন্তু বিজেপিকে কেন বেছে নিলেন পায়েল? উত্তরে অভিনেত্রী বলছেন, ‘২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদিকে অনুসরণ করছি। বিজেপি সরকারের আমলে ভারতে অনেক পরিবর্তন এসেছে। এমন অনেক উন্নয়নমূলক পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে যা অন্য কোনও সরকার নিতে পারেনি। এমন ছোট ছোট অনেক কিছু জিনিস আমায় আকর্ষণ করেছে।’


(আরও পড়ুন


https://bengali.abplive.com/entertainment/west-bengal-election-2021-actress-payel-sarkar-joins-bjp-today-shares-her-opinion-with-abp-live-803405/amp )


শুধু পায়েল নয়, নির্বাচনের আগে ‘তারকাখচিত’ হয়ে উঠছে সব দলই। রাজ চক্রবর্তী থেকে শুরু করে সায়নী ঘোষ, মানালী দে, কাঞ্চন মল্লিক, দীপঙ্কর দে, ভরত কল, শ্রীতমা সহ একঝাঁক রুপোলি পর্দার পরিচিত মুখ সদ্য যোগ দেন তৃণমূলে। অন্যদিকে যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে বিজেপির তারকা তালিকাও নেহাৎ কম নয়। সেই তালিকাতেই নতুন সংযোজন পায়েল সরকারের নাম।