প্রাক্তন মিস ইন্ডিয়া পূজা বাত্রার এই ফিটনেস ও উচ্ছ্বলতার রহস্য কী
পূজার বিকিনি পরা এই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ গুঞ্জন তুলেছে।
বিরাসত সিনেমার পর রূপোলি জগতে আলোচনা শুরু হয়েছিল তাঁকে নিয়ে। এই সিনেমায় তিনি অনিল কপূরের সঙ্গে অভিনয় করেছিলেন।
সেই অভিনেত্রী পূজা আজকাল ইন্সটাগ্রামে কিছু ছবির জন্য ফের অনুরাগীদের নজর কেড়েছেন।
১৯৯৭-এ বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন পূজা।
কয়েকদিন আগে পূজা বিকিনিতে একটি ফটোশ্যুট করেছিলেন। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছিল।
পূজার তাঁর শরীর চর্চার কয়েকটি ছবি ইন্সটাগ্রামে তিনি পোস্ট করেছেন। এই ব্যায়ামের জন্যই তিনি এত ফিট থাকেন।
পূজার যোগাভ্যাস। প্রতিদিনই এ ধরনের অনুশীলন করেন তিনি। সূর্য নমস্কারের এই ছবি পূজা নিজেই শেয়ার করেছেন।
বলা হয়, যোগ সৌন্দর্যর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কথা বেশ ভালোমতোই জানেন পূজা। ফিট থাকার জন্য তাঁর দৈনিক কার্যাবলির মধ্যে যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এই শিল্পীদের মধ্যে একজন প্রাক্তন মিস ইন্ডিয়া পূজা বাত্রা। বলিউডের অন্যতম সেরা সুন্দরী বলে তাঁকে মনে করা হয়। ফিট থাকার জন্য তিনি কী করেন, তা জেনে নেওয়া যাক।
বর্তমানে সবাই ফিট থাকতে চায়। খেলোয়াড়রা বটেই সিনেমা ও টেলিভিশন তারকারাও পিছিয়ে নেই। প্রত্যেক শিল্পীই নিজেদের সৌন্দর্যে উজ্জ্বলতা আনতে ও নিজেকে একটু ভিন্নভাবে তুলে ধরতে ফিট থাকতে চান। এজন্য তাঁরা কত কিছুই না করেন।