মুম্বই: বলিউডের তিন খানের (শাহরুখ খান (Shahrukh Khan), আমির খান (Aamir Khan), সলমন খান (Salman Khan)) মধ্যে সম্পর্ক কেমন, তা জানার আগ্রহ থাকে প্রত্যেক অনুরাগীরই। বলিউড তারকারা ব্যক্তিগত জীবনে কার সঙ্গে কেমন সম্পর্ক বজায় রাখেন, তা নিয়ে দর্শকের আগ্রহ অসীম। দিন বদলানোর সঙ্গে সঙ্গে সম্পর্কও বদলায়। কখনও ভালো সম্পর্ক খারাপ হয়ে যায়, কখনও খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে এসে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আম আদমিদের মতো এমন হয় তারকাদের মধ্যেও। শাহরুখ খান ও সলমন খানের মধ্যে সম্পর্ক যে বেশ বন্ধুত্বপূর্ণ, তার উদাহরণ বেশ কিছু সময় পাওয়া গিয়েছে। বহুক্ষেত্রেই এই দুই তারকাকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে। সম্প্রতি তো জানা যাচ্ছে, শাহরুখ খানের 'পাঠান' ছবিতে ভাইজান আর সলমন খানের 'টাইগার থ্রি' ছবিতে কিং খান ক্যামিও চরিত্রে অভিনয় করবেন। কিন্তু আমির খানের সঙ্গে কেমন সম্পর্ক সলমন খানের?


সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে আমির খানের পুরনো একটি ভিডিও। কর্ণ জোহরের শো-তে এসেছিলেন আমির খান। সেখানেই জানিয়েথিলেন সলমন খানের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন।


আরও পড়ুন - Lata Mangeshkar Health Update: লতা মঙ্গেশকরের দ্রুত আরোগ্য কামনায় অনুরাগীদের প্রার্থনা করতে বললেন চিকিৎসক


১৯৯৪ সালে মুক্তি পায় বলিউড ছবি 'আন্দাজ আপনা আপনা'। এই ছবিতে বলিউডের দুই খান সলমন খান ও আমির খানকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। সঙ্গে ছিলেন দুই নায়িকা রবিনা ট্যান্ডন ও করিশ্মা কপূর। দুই তারকার মেলবন্ধনে ছবি সুপারহিট হলেও সলমন খান সম্পর্কে ধারণা খুব একটা ভালো হয়নি আমির খানের। কর্ণ জোহরের শোয়ে এসে আমির খান জানিয়েছিলেন, ভাইজানের সঙ্গে যখন তাঁর প্রথম দেখা হয়, তখন তাঁকে একেবারেই পছন্দ হয়নি তাঁর। আমির বলেন, ''আন্দাজ আপনা আপনা' ছবি করার সময় সলমনের সহ্গে কাজ করার অভিজ্ঞতা আমার একেবারেই ভালো ছিল না। আমি তখন ওকে একেবারেই পছন্দ করতাম না। ও খুবই রুঢ় স্বভাবের ছিল আর ওকে সহ্য করা যেত না। ওর সঙ্গে এমন কাজের অভিজ্ঞতা হওয়ায় আমি ওর থেকে দূরে থাকাই পছন্দ করতাম।'


কর্ণ জোহরের শোয়ে আমির খান জানান, পরবর্তীকালে ফের ২০০২ সাল নাগাদ তাঁর সঙ্গে দেখা হয় সলমন খানের। সেই সময় ব্যক্তিগত জীবনে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আমির। তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের সময় সলমন খান অভিনেতার পাশে থাকেন। এবং তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আমির বলেন, 'আমার খারাপ থাকার দিনে সলমন ফের আমার জীবনে আসে। আমার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কঠিন পরিস্থিতি চলছি তখন। সেই সময় ওর সঙ্গে আমার ফের কথাবার্তা হয়। আর খারাপ লাগা ক্রমশ কেটে যেতে শুরু করে। আমরা একে অপরের সঙ্গে ফের দেখা করার ইচ্ছা প্রকাশ করি। ফের আমরা দেখা করি। সময় কাটাই। আর আমাদের মধ্যে আসল বন্ধুত্ব তৈরি হয়।'