মুম্বই: একটি ছবির ঘুমের দৃশ্যের শ্যুটিং চলছিল সেসময়। প্রতিটি দৃশ্যই নিখুঁতভাবে করায় বিশ্বাসী বলিউডের এই সুপারস্টার। এইমুহূর্তে তিনি ব্যস্তও রয়েছেন বিভিন্ন প্রজেক্ট নিয়ে।
'১০২ নট আউট'-এর শ্যুটিং চলছিল তখন। ছবিতে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন এবং ঋষি কপূর।ছবিতে বিগ বিকে অভিনয় করতে হত ঘুমের দৃশ্যে। কিন্তু অভিনয় করতে গিয়ে বাস্তবিকই ঘুমিয়ে পড়েন সিনিয়র বচ্চন। সেকথা ৭৪ বছরের অভিনেতা নিজের ব্লগেই আবার লিখেছেন।
প্রসঙ্গত, এইমুহূর্তে একইসঙ্গে চলছে অমিতাভের দুটি ছবির শ্যুট। '১০২ নট আউট' এবং 'থাগস অফ হিন্দুস্তান'। কৌন বনেগা ক্রোড়পতি-র নয়া সিজনের জন্যেও তৈরি হচ্ছেন বিগ বি। তারপর অমিতাভের হাতে রয়েছে বহু বিজ্ঞাপনের কাজও। মনে হয় হয়তো সেইজন্যেই প্রবীণ অভিনেতা সেভাবে বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছেন না। তবে এই ঘুমিয়ে পড়ায় মোটেই লজ্জা পাননি বিগ বি, বরং এটাকে বড় প্রাপ্তি হিসেবে বর্ণনা করেছেন। নিঃশ্বাস নেওয়া, বেঁচে থাকার মতোই স্বাভাবিক ঘুমিয়ে পড়া।
ছবির শ্যুটিংয়ে ঘুমের দৃশ্য করতে গিয়ে বাস্তবেই ঘুমিয়ে পড়লেন বলিউডের এই সুপারস্টার, দেখুন কে তিনি?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Aug 2017 02:27 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -