নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে মনোজ পান্ডের অধিনায়কোচিত ইনিংসে ভর করে ১ উইকেটে ম্যাচ জিতেছে ভারত এ দল। এই জয়ের ফলে প্রিটোরিয়ায় তিনদেশের একদিনের টুর্নামেন্টের ফাইনালে ওঠা কার্যত নিশ্চিত হয়েছে ভারত এ দলের।


আয়োজক দেশের ২৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পান্ডের ৮৫ বলে ৯৩ রানের ইনিংসে ভর করে দুই বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত এ দল। শেষ মুহূর্ত ১৫ বলে ২৫ রানের ইনিংস খেলেন ক্রুনাল পান্ডিয়া।

কিন্তু এই ম্যাচে সঞ্জু স্যামসনের একটি ক্যাচ ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে। ৯০ বলে ৬৮ রানের ধৈর্য্যশীল ইনিংসও খেলেন তিনি।

কিন্তু সঞ্জুর ক্যাচ দেখলে মুগ্ধ হতেই হয়। দক্ষিণ আফ্রিকা এ দলের ইনিংসের ২৫ তম ওভারে যজুবেন্দ্র চাহলের বলে ডোয়েনে প্রেটোরিয়াসের ব্যাটের কানায় লেগে পয়েন্টের ওপর দিয়ে যাচ্ছিল। বল ফিল্ডারের নাগাল এড়িয়ে বেরিয়ে যাবে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু পিছন দিকে ঝাঁপিয়ে পড়ে বিশ্বমানের ক্যাচ ধরেন সঞ্জু।