মুম্বই : দেখতে দেখতে কেটে গিয়েছে উনপঞ্চাশটা বছর। সহ-অভিনেত্রী হয়ে গিয়েছেন সহধর্মিনী। জীবন যেন টাইম মেশিন। আর সেই টাইম মেশিনে চেপে আরও একবার উনপঞ্চাশ বছর পিছনে ফিরে গিয়ে সেখান থেকে মধুর স্মৃতি তুলে এনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অমিতাভ বচ্চন। রবিবার শিক্ষক দিবসে যখন সবাই নিজের নিজের প্রিয় শিক্ষককে সম্মান জানাতে শ্রদ্ধা জানাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, তখন স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে প্রথম ছবির স্মৃতি শেয়ার করে সেই স্মৃতিতে ডুব দিলেন বিগ বি। অবশ্য তিনি একাই নন। বিগ বি-র পুরনো ছবি দেখে স্মৃতিতে ডুব দিয়েছেন তাঁর অনেক অনুরাগীরাও। যাঁরা সেই সময়ে মুক্তি পেতে দেখেছিলেন 'বংশী অউর বিরজু' ছবিটি। হ্যাঁ, স্ত্রী জয়ার সঙ্গে এটাই ছিল তাঁর প্রথম ছবি।


রবিবার স্মৃতিমেদুর অমিতাভ বচ্চন। অন্তত তাঁর সোশ্যাল মিডিয়া এমনই বলছে। উনপঞ্চাশ বছর আগে করা জয়া বচ্চনের সঙ্গে প্রথম ছবির একটি সাদা-কালো ছবি পোস্ট করে তিনি লেখেন, 'আমাদের একসঙ্গে করা প্রথম ছবি। বংশী অউর বিরজু। মুক্তি পেয়েছিল ১ সেপ্টেম্বর ১৯৭০-এ। মানে ৪৯ বছর আগে।' ছবিতে বংশীর চরিত্রে অভিনয় করেছিলেন জয়া ভাদুড়ি। আর বিরজু হয়েছিলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীরা ভালোবাসার কমেন্টে ভরিয়ে দিয়েছেন। প্রতিক্রিয়া দিয়েছেন মেয়ে এবং নাতনিও। কন্যা শ্বেতা বচ্চন নন্দা এবং নাতনি নভ্যা নভেলি নন্দাও বিগ বি-র এই পোস্টে ভালোবাসা প্রকাশ করেছেন। লিখেছেন, 'দুজনকেই খুব ভালোবাসি।'



প্রসঙ্গত, ১৯৭৩ সালের ৩রা জুন জয়া ভাদুড়ির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অমিতাভ বচ্চন। তাঁদের বিয়ের ক্ষেত্রে একটি গল্প শোনা যায়। 'জঞ্জির' ছবিটি মুক্তি পাওয়ার পর অমিতাভ বচ্চন, জয়া এবং তাঁর অন্যান্য বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু তাঁর বাবা পরিস্কার জানিয়ে দিয়েছিলেন যে, তিনি এবং জয়া শুধু মাত্র বিয়ের পরই একসঙ্গে লন্ডন যেতে পারবেন। এরপরই অতি দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।