মুম্বই: কবে থেকে খেলা যাবে অ্যাকশন গেম 'ফৌজি' (FAU-G)? রবিবার গেম লঞ্চের তারিখ জানালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বেঙ্গালুরুর এনকোর গেম এই অ্যাকশন গেম তৈরি করেছে।
ট্যুইটারে অক্ষয় কুমার লেখেন, দেশের অভ্যন্তরে হোক বা দেশের সীমানায় ভারতের বীরেরা সব সময় দাঁড়িয়ে থাকেন। সাহসী এবং সঙ্ঘবদ্ধ রক্ষীরাই আমাদের ফৌজি। একইসঙ্গে অক্ষয় কুমার এই গেমের টাইটেল ট্র্যাক রিলিজ করেন। আগামী ২৬ জানুয়ারি এই গেম লঞ্চ করবে। আগে থেকে রেজিস্ট্রার করার জন্য একটি লিঙ্কও দিয়েছেন অক্ষয় কুমার। এর আগে অবশ্য ঠিক ছিল ডিসেম্বর মাসে লঞ্চ করবে গেম। পরে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ২৬ জানুয়ারি গেম লঞ্চ করবে। ইনস্টাগ্রামে টিজার প্রকাশ করেছেন অক্ষয় কুমার।
অ্যাকশন গেম 'ফৌজি', যার পুরো নাম রো অর্থ - 'ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড-গার্ডস'। বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমারের পৃষ্ঠপোষকতায় এই মাল্টি প্লেয়ার অ্যাকশন গেমের নাম রাখা হয়েছে 'FAU-G'। জানা গিয়েছে, সাম্প্রতিককালে ভারতীয় নিরাপত্তাবাহিনী যে সব অভিযানে অংশ নিয়েছে, সেই বাস্তব অভিজ্ঞতাকেই গেমে তুলে ধরা হবে।
এই গেম খেলার জন্য গত ডিসেম্বর মাসে ২৪ ঘণ্টার মধ্যে ১ কোটি প্রি রেজিস্ট্রার করে। পাবজি ব্যান হওয়ার পর অক্ষয় কুমারকে এই গেমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়। এই গেমে থাকবে বিভিন্ন ধরনের এপিসোড এবং মিশন থাকবে। এন কোর গেমের সহ নির্মাতা বলেন বিশাল গোন্দল বলেন, ফৌজি-র সঙ্গে অনেকেই পাবজির তুলনা করবেন। কিন্তু এটা করা উচিৎ নয়। গত সেপ্টেম্বরে অভিনেতা এই গেমের ঘোষণা করেন। শুধু গেমই খেলাই নয় এর মাধ্যমে ভারতীয় সেনার ত্যাগও জানা যাবে। আয়ের ২০ শতাংশ দেওয়া হবে ভারত কে বীর ট্রাস্টে।
প্রসঙ্গত, সীমান্তে চিনের আক্রমণের পরই পাবজি ব্যান করে দেয় কেন্দ্রীয় সরকার। এরপরই ফৌজি প্রস্তুত করা নিয়ে আলোচনা শুরু হয়। অ্যাকশন গেম প্রস্তুতকারক সংস্থা এনকোর গেম তৈরি করেছে। মোবাইল গেম এবং বিনোদন মূলক এই সংস্থা বেঙ্গালুরুতে অবস্থিত। ওই সংস্থ বিবৃতি দিয়ে জানিয়েছে, আমরা প্রাথমিকভাবে অনেক খেলোয়াড় যুক্ত গেম এনেছি। যেখানে আছে স্টোরি লাইনও। যার সঙ্গে সম্পর্কযুক্ত ভারতীয়রা। ভারতের বাজারের এই গেম দ্রুত আসতে চলেছে।
কবে থেকে খেলা যাবে 'ফৌজি'? তারিখ ঘোষণা অক্ষয় কুমারের, বলবে ভারতীয় সেনার আত্মত্য়াগের কথা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jan 2021 02:35 PM (IST)
অ্যাকশন গেম 'ফৌজি', যার পুরো নাম রো অর্থ - 'ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড-গার্ডস'। বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমারের পৃষ্ঠপোষকতায় এই মাল্টি প্লেয়ার অ্যাকশন গেমের নাম রাখা হয়েছে 'FAU-G'।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -