মুম্বই: সোশ্যাল মিডিয়ার যুগে যখন অতিসাধারণ মানুষও সম্পর্কের উষ্ণতা পাওয়ার আশায় খুব অল্পদিনেই শারীরিক সম্পর্ক গড়ে তোলেন, তখন একটু বেশিই রক্ষণশীল মানসিকতা আজও ধরে রেখেছেন অভিনেতা ফওয়াদ খান।
সূত্রের খবর, সাকুন বাত্রা পরিচালিত 'কপূর অ্যান্ড সন্স' ছবিতে আলিয়া ভট্টকে চুম্বন করতে অস্বীকার করেছিলেন ফওয়াদ। প্রসঙ্গত, 'কপূর অ্যান্ড সন্স' ছবিতে একটি দৃশ্যে ফওয়াদ-আলিয়ার মধ্যে ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্য চিত্রনাট্যেই ছিল। এমনকি স্থির হয়েছিল মিথ্যে চুম্বন দৃশ্যই শ্যুট করা হবে সেখানে। কিন্তু আলিয়া জানিয়েছেন, তিনি যতবারই ফওয়াদের মুখের কাছে মুখ নিয়ে গেছেন, ততবারই অভিনেতা মুখ সরিয়ে নিয়েছেন।
আলিয়া এও জানিয়েছেন, মাঝেমধ্যে ফওয়াদকে তাঁকে এমন কথাও বলতে হয়েছে, যে তাঁর সংস্পর্শে এলে ফওয়াদের পুরুষত্ব নষ্ট হবে না। শোনা যায়, 'খুবসুরত' ছবিতে সোনাম কপূরকেও চুম্বন করতে অস্বীকার করেন ফাওয়াদ। এবিষয়ে অভিনেতার মত, তিনি তাঁর বিশেষ শ্রেণীর ভক্তদের খোলামেলা সাহসী দৃশ্যে অভিনয় করে আঘাত করতে চান না। এভাবে নায়িকাদের পর্দায় চুম্বন করলে, অভিনেতার সেই সমস্ত ভক্তরা আঘাত পাবেন। তাঁদের কথা ভেবেই নায়কের এই সিদ্ধান্ত।
তবে ভবিষ্যতের কথা কিছুই বলা যায় না, এমন কথাও বলেছেন ফওয়াদ। তবে এখনও অবধি ফওয়াদ বিশ্বাস করেন নৈস্বর্গিক প্রেমে। শারীরিক সম্পর্ক বা চুম্বনের চেয়ে তিনি আজও অভিব্যক্তি দিয়ে প্রেম প্রকাশে বেশি আগ্রহী এবং চান বাকিটা দর্শকরা বুঝে নিক।
'রক্ষণশীল' ফওয়াদের আলিয়াকে চুম্বনে আপত্তি! পাল্টা নায়িকা কী বললেন পড়ুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jan 2017 06:04 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -