Mirzapur Season 3:'শীঘ্র দেখা যাবে', ওয়েবসিরিজ 'মির্জাপুর সিজন থ্রি' নিয়ে উত্তেজনা বাড়ালেন অভিনেতারা

Bollywood News:ভক্তরা জানতে চান, 'কবে আসবে মির্জাপুর সিজন-থ্রি?'অত্যন্ত জনপ্রিয় এই ওয়েবসিরিজের প্রায় অভিনেতাদের সকলেই একটি 'ইভেন্ট'-এ এসে জানিয়ে দিলেন, খুব শীঘ্র দেখা যাবে এটি।

Continues below advertisement

কলকাতা: বেশ কিছু বছর আগে মুখে মুখে ফিরছিল প্রশ্নটি, 'কটাপ্পা নে বাহুবলি কো কিঁউ মারা?' এখন অন্য প্রশ্ন। ভক্তরা জানতে চান, 'কবে আসবে মির্জাপুর সিজন-থ্রি?' আড়েবহরে দুই ফ্র্যাঞ্চাইজির মিল কতটা, তর্ক থাকতে পারে। কিন্তু উৎসাহ-উদ্দীপনার নিরিখে 'মির্জাপুর' যে  নেহাত কম নয়, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল মঙ্গলবার সন্ধেয়। অত্যন্ত জনপ্রিয় এই ওয়েবসিরিজের প্রায় অভিনেতাদের সকলেই একটি 'ইভেন্ট'-এ এসে জানিয়ে দিলেন, খুব শীঘ্র আসছে 'মির্জাপুর থ্রি। (Mirzapur Season 3)'

Continues below advertisement

চাঁদের হাট... 
পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, রসিকা দুগল, শ্বেতা ত্রিপাঠী, বিজয় বর্মা--- কে ছিলেন না এই ইভেন্টে? সঙ্গে দুরন্ত পাওনা, মনোজ বাজপেয়ী। কিন্তু তিনি কেন? 'ফ্যামিলি ম্যান' কি এই অনুষ্ঠানে নিছকই 'গেস্ট অ্যাপিয়ারেন্স'-র জন্য এসেছিলেন? নাকি নেপথ্যে কোনও গুঢ় প্লট ছিল? মনোজ অনুষ্ঠানটির সঞ্চালনা করছিলেন। তারই ফাঁকে একবার আলি ফজল এবং শ্বেতা ত্রিপাঠী তাঁকে 'অপহরণ' করে 'সিজন থ্রি' মুক্তির তারিখ জানতে চেয়ে চাপও দিলেন। আলিকে তাঁর বিখ্যাত সংলাপ বলতে শোনা গেল, 'শুরু মজবুরি মে কিয়ে থে, পর মজা আ রহা হ্যায়।' খুনসুটি দেখে আর নিজেকে আটকে রাখতে পারেননি পঙ্কজ। তিনিও 'অপহরণ-নাট্যে' সামিল হয়ে যান। কিন্তু কবে আসবে 'মির্জাপুর থ্রি'?

আশায় আশায়...
ভক্তেরা হা-পিত্যেশ করে দীর্ঘদিন বসে রয়েছেন। মাঝেমধ্যে অভিনেতারা তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে 'বিটিএস' কিছু শেয়ার করেছেন বটে। কিন্তু দুধের সাধ কতটুকুই বা ঘোলে মেটে? 'সিজন-টু' একাধিক অনিশ্চয়তা তৈরি করে শেষ হয়েছে। প্রশ্ন অনেক, সাসপেন্স টানটান। এখন জানার বিষয় একটাই। দুটো সিজনের মতো তৃতীয় সিজনেও কি সেই রুদ্ধশ্বাস উত্তেজনা ধরে রাখতে পারবে 'মির্জাপুর'? আলি জানালেন,  তৃতীয় সিজন একেবারে প্রথম সিজনের মতো তরতাজা লাগবে দর্শকদের। বেশ কিছু নতুন চরিত্র দেখা যাবে, পুরনো চরিত্র বিদায় নেবে। কিন্তু তাঁরা কারা? কেন বিদায় নেবে? কী ভাবে বিদায় নেবে? সেই জায়গায় কোন চরিত্রেরা আসবে? উৎসাহের তোড় এতটাই যে মঙ্গলবার সন্ধেয় দীর্ঘক্ষণ 'ট্রেন্ড' করে 'মির্জাপুর।'
নির্মাতারা অবশ্য একটি ইঙ্গিত দিয়েছেন। মির্জাপুরের কুর্সি দখলের লড়াইয়ে এবার নতুন প্রতিযোগীর মুখোমুখি হতে চলেছে গুড্ডু (আলি ফজল) এবং গোলু (শ্বেতা ত্রিপাঠী)। সেই লড়াইয়ে তারা কি হার মানবে নাকি মির্জাপুরের গদিটাই নিশ্চিহ্ন হয়ে যাবে? উত্তর জানা যাবে খুব তাড়াতাড়ি, আশ্বাস অভিনেতাদের।

আরও পড়ুন:'যত বড় তারকাই হোন...'! রণবীর সিংহ হবেন 'শক্তিমান'? খোলসা করলেন মুকেশ খান্না

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola