মুম্বই: তিন প্রজন্মের তিন তারকার একসঙ্গে কাজ করার কথা ছিল একটি ছবিতে। সত্যিই যদি ছবিটা হত, তাহলে দর্শকরা একসঙ্গে তিন চৌখোস অভিনেতার অভিনয় প্রতিভা চাক্ষুস দেখতে পেতেন। কিন্তু সেটা আর হয় ওঠেনি। শোনা যায়, 'মাদারল্যান্ড' নামের একটি ছবিতে দিলীপ কুমার, অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের একসঙ্গে কাজ করার কথা ছিল। যুদ্ধ নিয়ে তৈরি হয়েছিল ছবির চিত্রনাট্য। সালটা ২০০৩, ছবির পরিচালক ছিলেন সুভাষ ঘাই। তবে শেষপর্যন্ত আর চূড়ান্ত পরিণতি পায়নি সুভাষ ঘাইয়ের সেই স্বপ্নের প্রজেক্ট। যদিও ছবির চিত্রনাট্য এবং তিনটি গানের শ্যুট হয়ে গিয়েছিল। আচমকাই শাহরুখ খান ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এই চলচ্চিত্র পরিচালকের সঙ্গে অবশ্য শাহরুখ আগেও ছবি করেছেন। তারমধ্যে ১৯৯৭ সালের 'পরদেশ'ও রয়েছে। সেই সময় বাদশা ছবি থেকে সরে দাঁড়ান, কারণ, তিনি চেয়েছিলেন এমন কোনও ছবিতে অভিনয় করতে, যেখানে তিনিই থাকবেন মুখ্য ভূমিকায়। অন্য কোনও বড় তারকার সঙ্গে তাঁকে স্ক্রিনস্পেস শেয়ার করতে হবে না।
যেহেতু সুভাষ ঘাইয়ের ওই ছবিতে একাধিক অভিনেতা-অভিনেত্রী ছিলেন, সেইজন্যে শাহরুখ সরে দাঁড়ান ছবির থেকে। ছবিতে নায়িকাদের মধ্যে অভিনয় করার কথা ছিল ঐশ্বর্য রাই বচ্চন, প্রীতি জিন্টা এবং মহিমা চৌধুরীর। বাদশার একটি সিদ্ধান্তের জেরে অসমাপ্ত থেকে যায় ঘাইয়ের পুরো প্রজেক্টটা। তবে শুধু 'মাদারল্যান্ড' নয়, শিখর নামের আরও একটি ছবি করার কথা ছিল শাহরুখের সঙ্গে ঘাইয়ের। সেই ছবিতে কাজ করার ছিল জ্যাকি শ্রফেরও। এ.আর. রহমনাকে সঙ্গীত পরিচালক হিসেবে সই করানো হয়েছিল। শ্যুট হয়ে গিয়েছিল 'ইসক বিনা কেয়া জিনা ইয়ারো'... নামের একটি গানেরও। পরে সেটাই ঘাইয়ের 'তাল' ছবিতে ব্যবহার করা হয়।
বিগ বি-দিলীপ কুমারের সঙ্গে এই ছবিতে একসঙ্গে কাজ করার কথা ছিল শাহরুখের, তারপর কি হল জানেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Nov 2017 03:37 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -