দেখুন, গণপতি দর্শনে গিয়ে জুতো খোয়া গেল স্বরা ভাস্করের, গাড়িতে উঠলেন খালি পায়েই
Web Desk, ABP Ananda | 11 Sep 2019 04:42 PM (IST)
লাল সালোয়ার কামিজ পরে একেবারে সনাতনী সাজে গণপতি দর্শনে গেছিলেন স্বরা। পায়ে সাজের সঙ্গে মানানসই কোলাপুরী চটি। সেই চপ্পল হারিয়েই ঘটল বিপত্তি।
মুম্বই: মন্দিরে পুজো দিতে গিয়ে কখনও জুতো খোয়া গিয়েছে আপনার? এমন অভিজ্ঞতা কমবেশি সকলেরই থেকে থাকে। এবার তেমনই এক অবস্থায় পড়লেন অভিনেত্রী স্বরা ভাস্কর। মুম্বইয়ের লালবাগচা রাজা গণপতির দর্শনে গিয়েছিলেন স্বরা। সেখানে গিয়ে কোলাপুরী চপ্পল হারালেন অভিনেত্রী। ফিরতে হল খালি পায়ে। মঙ্গলবার রাতে ঘটে এই ঘটনা। গণপতি মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন অভিনেত্রী। সেই সময়ই খোয়া যায় তার চটি। লাল সালোয়ার কামিজ পরে একেবারে সনাতনী সাজে গণপতি দর্শনে গেছিলেন স্বরা। পায়ে সাজের সঙ্গে মানানসই কোলাপুরী চটি। সেই চপ্পল হারিয়েই ঘটল বিপত্তি। কীভাবে খালি পায়ে গাড়ি অবধি হেঁটে এলেন স্বরা, সেই ভিডিও তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। "মুম্বইয়ের সবথেকে জনপ্রিয়, পূজিত দেবদর্শনে গিয়ে যদি জুতোই না হারাল, তাহলে আর দর্শন কীসের?’’