ওয়াশিংটন: কাবুলে মার্কিন বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে কড়া বার্তা আমেরিকার। হোয়াইট হাউস সাফ জানিয়ে দিল, জঙ্গিদের দমনের ক্ষেত্রে কোনও ভেদাভেদ করা চলবে না। আমেরিকা বলেছে, সন্ত্রাসবাদীদের লক্ষ্য কী বা তারা কোন পক্ষের, এই সব বিবেচনার মধ্যে না এনে পাকিস্তানকে তাদের দেশে সমস্ত জঙ্গি সংগঠনের সকল নিরাপদ ঘাঁটি ভেঙে ফেলতে হবে।
মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র এলিজাবেথ ট্রুডিউ বলেছেন, জঙ্গিদের সমস্ত নিরাপদ ঘাঁটি ধ্বংস করার ব্যাপারে উদ্যোগী হওয়ার বিষয়টি তাঁরা ধারাবাহিকভাবে পাক সরকারের সর্বোচ্চ স্তরের কাছে উত্থাপন করেছেন।
ট্রুডিউ আরও বলেছেন, পাক সেনা প্রধান রাহিল শরিফ জঙ্গি গোষ্ঠীগুলির মধ্যে ভেদাভেদ করা হবে না বলে জানিয়েছিলেন। এই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে আমেরিকা পাকিস্তান সরকারকে চাপ দিচ্ছে।
ট্রুডিউ কাবুলে মার্কিন বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনা থেকেই স্পষ্ট, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এখনও অনেক বেশি লড়াই চালাতে হবে। এই লক্ষ্যে অতীতের মতোই পাক ও আফগান সরকারকে যৌথভাবে কাজ করার ব্যাপারে আমেরিকা উত্সাহিত করছে।
জঙ্গি দমনের ক্ষেত্রে ভেদাভেদ চলবে না, পাকিস্তানকে কড়া বার্তা আমেরিকার
ABP Ananda, web desk
Updated at:
26 Aug 2016 07:50 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -