কলকাতা: মহালয়ার বাকি আর মাত্র কয়েকটা দিন। শরৎ আকাশে ছেঁড়া মেঘ জানান দিচ্ছে দেবীপক্ষের আগমনীর। রেডিওর পাশাপাশি টিভির পর্দায় মহালয়া দেখার অভ্যাস সাধারণ মানুষের অনেকদিনই। প্রতিবছরই তাই বিভিন্ন রকম চমকের আয়োজন করে প্রথম সারির চ্যানেলগুলি। এই বছরেও ব্যতিক্রম হয়নি তার। দেখে নেওয়া যাক, কোন চ্যানেলে দুর্গারুপে এইবছর দেখা যাবে কোন কোন পরিচিত মুখকে।


জি বাংলাতে এই বছর মহিষাসুরমর্দিনী রূপে মহালয়ায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এর আগেও মহিষাসুরমর্দিনীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে মা হওয়ার পর এই চরিত্রে প্রথম অভিনয় করছেন শুভশ্রী। তিনি আদ্যাশক্তি, তিনিই আবার সনাতনী সাজে মহিষাসুরমর্দিনী। প্রকাশ পেয়েছে দুর্গারুপে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি। সেখানে কখনও তিনি মমতাময়ী আবার কখনও রুদ্ররুপী। আদ্যাশক্তি রুপে ইউভান জননীর চোখে মুখে মায়া ফুটে উঠছে যেন। একইভাবে মহিষাসুরমর্দিনী রুপে দুষ্টের দমন করতে প্রস্তুত তিনি। ইতিমধ্যেই সামনে এসেছিল আদ্যাশক্তি রুপে তাঁর ছবি। শ্যুটিং-এর সময় জবার মালা ও লাল সাদা শাড়ি পড়া শুভশ্রীর ছবি ভাগ করে নিয়েছিলেন কলাকুশলীরা।


অন্যদিকে কালার্স বাংলায় মহিষাসুরমর্দিনী রুপে দেখা যাবে আরেক নায়িকা কোয়েল মল্লিককে। মা হওয়ার পর শুভশ্রী ও কোয়েল এই প্রথমবার দেবী দূর্গার ভূমিকায় অভিনয় করবেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই অনুষ্ঠানের ঝলক। এক ঢাল চুল, গা ভরা গয়নায় কোয়েলকে দেবী দূর্গার রূপে অপূর্ব লাগছে।


আর এই দুই নায়িকার সঙ্গে যিনি পাল্লা দেবেন, তিনি অবশ্য বয়সে অনেকটাই ছোট। স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানে মহিষাসুরমর্দিনী রুপে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ দিতিপ্রিয়া রায়কে। তবে ছোটপর্দা ছাড়িয়ে দিতিপ্রিয়া ইতিমধ্যেই পা দিয়েছেন বড়পর্দায়। অভিনয় করেছেন, স্বাক্ষর করা হয়েছে একাধিক চুক্তিও। এর আগেও দেবী দুর্গার অন্য রুপ, পার্বতীর ভূমিকায় দিতিপ্রিয়াকে দেখেছেন দর্শকেরা। ভালোও বেসেছেন। আর তাই এবার দিতিপ্রিয়াকেই মহিষাসুরমর্দিনী রুপে ভেবেছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। এর আগে পার্বতীর ভূমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে।