মুম্বই: বড় পর্দায় 'হেরা ফেরি ৩'-র জন্য সাহগ্রে অপেক্ষা করছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ  রাওয়ালের অনুরাগীরাা। কিন্তু অপেক্ষা দীর্ঘতর হয়ে চলেছে। এই সিনেমার প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০০০-এ। ২০০৬-এ মুক্তি পায় এর দ্বিতীয় পর্ব 'ফির হেরা ফেরি'।


তারপর থেকে প্রায় এক দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। নির্মাতারা এখনও পর্যন্ত 'হেরা ফেরি ৩'-র ব্যাপারে কোনও ঘোষণা করেননি।

সিনেমার সিকোয়েলে কেন এত দেরি হচ্ছে, তা জানিয়েছেন সুনীল শেট্টি। সম্প্রতি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, এই মুহুর্তে সবকিছুই স্থগিত রাখা হয়েছে। ফিল্মের টিম হেরা ফিরি ৩ তৈরি করতে ইচ্ছুক। কিন্তু কয়েকটি ক্ষেত্রে মতপার্থক্য রয়েছে। সেগুলি দূর করা প্রয়োজন। সিনেমা টেলিভিশন ও মিম ওয়ার্ল্ডেও ব্যাপক জনপ্রিয়। আমরা এই সিনেমা সম্পর্কে দর্শকদের আগ্রহ সম্পর্কে সচেতন।

'হেরা ফেরি ৩ 'সিনেমা নিয়ে ইতিবাচক সুনীল শেট্টি। তিনি বলেছেন, আমাদের একে অপরের প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে। আমি মনে করে, তা ম্যাজিকের মতো কাজ করবে। আমি খুবই আশাবাদী। এই সিনেমা হবে।